ফাইল ছবি, সৌজন্যে ঢাকা পোস্ট
ঢাকা, ২০ জুলাই : কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে দেশজুড়ে সহিংসতার পর শুক্রবার দিবাগত রাত থেকে সারা দেশে কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার। সূত্রের খবর অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১০৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতির মোকাবিলায় নামানো হয়েছে সেনাপরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চালু থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্র লীগের আক্রমণাত্মক প্রতিরোধের প্রেক্ষিতে গত কয়েক দিনে রক্তক্ষয়ী হয়ে ওঠে। চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে শুধু শুক্রবারেই মারা গেছেন ৬৭ জন।
কারফিউ জারি ছাড়াও চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেনাবাহিনী পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে ‘সহায়তা’ করবে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, কারফিউ চলাকালে প্রতিদিন দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘণ্টা সাধারণ মানুষের চলাচলের জন্য কারফিউ শিথিল থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan