ওয়ারেন, ৫ আগস্ট : গতকাল সন্ধ্যায় গানের সুরে শিব মন্দির টেম্পল অব জয় মাতালেন অল ইন্ডিয়া দৃষ্টি প্রতিবন্ধী প্রতিভা সমিতির দৃষ্টি প্রতিবন্ধী ৪ শিল্পী। এবারই প্রথম শিব মন্দিরের মঞ্চে ভজন ও হিন্দী গান পরিবেশন করলেন স্বামীনাথন ও তাঁর দল।
তাদের গায়কী ঢং আলাদা আমেজ সৃষ্টি করে দর্শকদের মাঝে। বাজনার তালে সুরের খেলায় দর্শকদের কতটা গভীরে নিয়ে যেতে পারেন সেটাই আবার নতুন করে শিব মন্দিরের দর্শকদের দেখিয়ে গেলেন দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী দলটি। অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্বামীনাথন ও
আমোস ও বিশাল। কীবোর্ড ছিলেন আমোস, এবং তবলায় ছিলেন অঙ্কুশ। দৃষ্টি প্রতিবন্ধী অঙ্কুশ অসাধারণ তবলা বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন। সঙ্গীত সন্ধ্যায় মিশিগানের সংগীতশিল্পী পৃথা দেব একটি হিন্দী গান পরিবেশন করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan