আমেরিকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গ্যাস স্টেশনে গাড়িতে গুলি, কেন্টাকির দুই  কিশোর গ্রেপ্তার  পশ্চিম মিশিগানের মাদকসহ ৮০ বছরের বৃদ্ধ গ্রেফতার ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট শুনবেন হাইকোর্ট আইনজীবী নেই,  চিন্ময় কৃষ্ণ দাসের  জামিনে শুনানি পেছাল এক মাস রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মমতার বক্তব্য সঠিক পদক্ষেপ নয় ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে : ইসি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়নের প্রস্তাব মমতার আগামী মাসে চালু হচ্ছে ওয়াটারপার্ক ব্যাভারিয়ান ইন হুরন টাউনশিপে যৌন নিপীড়নের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার সেন্ট ক্লেয়ার কাউন্টিতে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার যান্ত্রিক সমস্যার কারণে আমট্রাক উলভারিন ট্রেন বাতিল ইসকনের ৭০ ভক্তকে বেনাপোল থেকে ফেরত চিন্ময় দাশের জামিন শুনানি মঙ্গলবার তারেক রহমানসহ সব আসামি খালাস বিজয়ের মাস ডিসেম্বর শুরু তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ১৯ জানুয়ারি ইসকনকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই সরকারের : প্রেস সচিব গ্রেপ্তার হলেন সাংবাদিক মুন্নি সাহা মেট্রো ডেট্রয়েটে থ্যাঙ্কসগিভিং পরবর্তী তুষারপাত, দুর্ঘটনায় দেড় শতাধিক গাড়ি ডেট্রয়েটে নগর মানবিকতা ফিরিয়ে আনতে গবেষণা

প্রাণের উচ্ছ্বাসে শিব মন্দিরে বাংলা নববর্ষ বরণ

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৩ ১১:২৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৩ ১১:৩৯:২২ পূর্বাহ্ন
প্রাণের উচ্ছ্বাসে শিব মন্দিরে বাংলা নববর্ষ বরণ
ওয়ারেন, ১৭ এপ্রিল : নানা আয়োজনে উৎসব আনন্দে গত শনিবার (১৫ এপ্রিল) ওয়ারেন সিটির শিব মন্দিরে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ পালিত হয়েছে। উৎসবকে ঘিরে ছিল মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি। 
ওইদিন বিকালে  মন্দিরের বাইরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। এ সময় সবার মুখে উচ্চারিত হয় কবি গুরুর চিরচেনা সেই সুমধুর গান ‘এসো হে বৈশাখ’। বৈশাখী সাজে বিভিন্ন রং-বেরংয়ের ফেস্টুন, ব্যানারসহ ঢাক ঢোল নিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা  অংশ নেন তারা। মঙ্গল শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ উপলক্ষে মন্দিরের হল রুমে  কবিতা পাঠ, সাংস্কৃতিক ও ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন চন্দনা ব্যানার্জী ও  মানবী মৃধা। নটরাজ সঙ্গীতায়নের  শিল্পীরা সমবেত সঙ্গীত ও দলীয় নৃত্য পরিবেশন করেন। ভায়োলিন বাজিয়ে শুনান প্রজিতা বিশ্বাস, সামান্থা চৌধুরী ও প্রতীক দাশ। একক সঙ্গীত পরিবেশন করেন শ্রদ্ধা হাওলাদার, প্রমিতা বিশ্বাস, রতিশ রায় চৌধুরী, অতসী চৌধুরী, কাবেরী দে, অঙ্কুর দেব মুগ্ধ, অপূর্ব চৌধুরী এবং নূর চিশতী। দলীয় নৃত্য  পরিবেশন করেন অদিতি, স্মরণীকা, প্রমিতা, অম্বিকাও আনিশকা। অপর দলীয় নৃত্যে অংশ নেন  রিয়া, কৃষ্টি, সৃষ্টি, কুয়াশা, সুস্মা, ঋষিকা, অমিতা ও মৌ। এছাড়াও অরিত্রি, পুষ্পিতা, জেসিকা, আরিয়ানা, সোহানী দলীয় নৃত্য পরিবেশন করে। 

দ্বৈত নৃত্য পরিবেশন করেন মৃত্তিকা সরকার ও অর্পিতা সরকার,  অদ্রিজা চক্রবর্তী ও সমৃদ্ধি বৈদ্য,  সেঁজুতি দে ও শ্রাবন্তী দে,  রাহুল দাশ ও কৃষ্ণা দাশ।     লোকসঙ্গীত পরিবেশন করেন রিংকু দাশ, পিংকু দাশ, রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন অদ্রিতা দাশও সৌরিক দাশ। মন্দিরের প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপুর পরিচালনায় ম্যাগাজিন অনুষ্ঠান ও পুথিপাঠে তার দল অংশ নেন। 


বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নতুন আশায় বুক বেঁধে, চোখে নতুন স্বপ্ন নিয়ে বাঙালী বরণ করেছে নতুন বছরকে। চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী সকলে মিলে মেতে উঠেছে বৈশাখী উৎসবে।  মিশিগান রাজ্যের বিভিন্ন সিটি থেকে মানুষ স্বপরিবারে ছুটে আসেন মন্দিরে, নববর্ষ উদযাপনে ভাগাভাগি করে নেন পহেলা বৈশাখের আনন্দ।


এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে হরেক রকম বাঙালি খাবারের আয়োজনও ছিল। যদিও এই খাবার বন্টনে বিলম্বের কারণে দর্শকদের মাঝে  মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রোগ্রাম শেষে ছিল ডিনার। কিন্তু প্রোগ্রাম শুরুতে বিলম্বের কারণে এই ব্যতয় ঘটে। সেই সাথে স্ন্যাকসেরও ঘাটতি ছিল। এ ঘটনায় অনুতপ্ত মন্দির কর্তৃপক্ষ। আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না।     

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন