আমেরিকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট ২ ব্যক্তির বিরুদ্ধে ২৫টিরও বেশি গাড়ি চুরির অভিযোগ  ঝিনাইদহে শীর্ষ চরমপন্থি নেতা হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যা ক্লিনটনে ডোনাট স্টোরের কর্মীর গুলিতে এক সশস্ত্র ডাকাত নিহত ম্যাকম্ব টাউনশিপে গ্যাস স্টেশনে ডাকাতি, ৫ জন গ্রেফতার গৌরব-প্রেরণার একুশ আজ জেনেসি কাউন্টির ডেপুটি বরখাস্ত হ্যাজেল পার্কে ইন্টারস্টেট ৭৫-এ দুর্ঘটনায় টেক্সাসের এক নারী নিহত বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি নোয়াখালীতে মাজারে হামলা-ভাঙচুর  মধ্যরাতে ঢাকায় যৌথবাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২ সাউথফিল্ড হোটেলে কিশোর হত্যার তদন্ত থমকে গেল মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ড. শাহীন হাসান সাউথফিল্ড ফ্রিওয়েতে রোলওভার দুর্ঘটনায় চালকের মৃত্যু করের অর্থে ট্রাম্পের অভিষেকে যোগ দেন হ্যামট্রাম্যাকের মেয়র ও তিন কাউন্সিলম্যান টরেন্টো বিমানবন্দরে যাত্রীসহ উল্টে গেল ডেল্টা জেট, আহত ১৮ মিশিগানে কনজ্যুমারস এনার্জি প্ল্যান্টে আগুন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে স্টার্লিং হাইটস দক্ষিণ-পশ্চিম ডেট্রয়েটে ভূগর্ভস্থ  পানির পাইপ লাইন ভেঙে বন্যা ওয়ালমার্টে চুরি : বিচারকের অভিনব দন্ড! দরিদ্রদের সাহায্য করতে ইসলামিক গ্রুপের প্রথম পদক্ষেপ হচ্ছে খাদ্য প্রস্তুতি

হবিগঞ্জের উন্নয়নে সম্পৃক্ত হয়ে জন্মস্থানের ঋণ পরিশোধ করতে চাই : জালাল আহমেদ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৪ ১২:০৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৪ ১২:০৬:১৩ অপরাহ্ন
হবিগঞ্জের উন্নয়নে সম্পৃক্ত হয়ে জন্মস্থানের ঋণ পরিশোধ করতে চাই : জালাল আহমেদ
হবিগঞ্জ, ২৬ আগস্ট : হবিগঞ্জের সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করে জন্মস্থানের ঋণ পরিশোধ করতে চাই। পুরাতন ও প্রবাহমান খোয়াই নদীর সমস্যাগুলো সমাধানে  সকলকে এগিয়ে আসতে হবে। অর্থ মন্ত্রনালয়ের সাবেক কর্মকর্তা  হিসেবে  সরকারের নিকট থেকে অর্থ বরাদ্দে যতটুকু  ভুমিকা রাখা দরকার সবই করবো। সোমবার  দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত 'খোয়াই অপবাহিকায় বন্যা ও জলাব্ধতাঃ কারণ ও করনীয়' বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
তিনি ছাত্র জীবনের কথা স্মরণ করে  বলেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খোয়াই নদীকে আমরা শহর থেকে সরিয়ে ছিলাম। নদী সরে গেলেও সমস্যা কমেনি। পুরনো খোয়াইকে  দখলদার থেকে মুক্ত করতে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নদী থেকে বালু উত্তোলন করা হয়। বালু মহাল ব্যবস্থাপনা খুবই জঠিল বিষয়। যারা ইজারা নেন তারা রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী। ফলে নিয়ন্ত্রন করা যায় না। তিনি নদীর সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন, সৌন্দর্যবর্ধনে কার্যকর পদক্ষেপের জন্য প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন।
বিশিষ্ট পরিবেশ সংগঠক ও কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় ওই সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ সংগঠক, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, ডিআইজি এজাজ আহমদ, ডেপুটি এটর্নী জেনারেল ফয়েজ আহমদ, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, হবিগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী।

ডেপুটি এটর্নী জেনারেল ফয়েজ আহমদ বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদী একটি জীবন্ত সত্তা। মানুষের যে অধিকার আছে নদীরও সে অধিকার রয়েছে। নদী নিয়ে আদালত , প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড আলাদাভাবে কাজ করে।ইউনিফাইড কোন বডি নেই। বন্যা থেকে শহরকে রক্ষা করতে হলে ড্রেজিং করা প্রয়োজন।
ডিআইজি এজাজ আহমদ বলেন, সিএস রেকর্ড অনুযায়ী পুরাতন খোয়াই নদীর সীমানা চিহ্নিত করতে হবে।
বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ বলেন পুরাতন খোয়াই সংস্কার করে দৃষ্টি নন্দন  করা হােক সবাই চায়। প্রবাহ খোয়াই  নদীর ও বন্যা নিয়ন্ত্রনে সুষ্টু পদক্ষেপ নিতে হবে।
মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন  বলেন, হবিগঞ্জের প্রাণধারা নদীতে বহমান। এ যেন নয়নের মাঝে নয়নের পাতা। তাই খোয়াই নদীকে উদ্ধার করা এখন জরুরী হয়ে পড়েছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল হালিম, সৈয়দ এখলাছুর রহামন থোকন, এডভোকেট হাসবী সাঈদ চৌধুরী, বাহার উদ্দিন, রায়হান মিয়া, আব্দুল ওয়াহেদ, আশরাফুল বারি তানভীর, মহিউদ্দিন রিপন, মহসিন চৌধুরী, মো: বাহার মিয়া, এনাম আহমদ, আলভিনা আহমেদ, কৃষিবিদ বীরেন্দ্র লাল রায়, আ : মতিন, শফিকুল ইসলাম, মো: রায়হান, আ: ওয়াহেদ, প্রমুখ।
বক্তারা বলেন প্রবাহমান খোয়াই নদীতে ঢল নামলে আতংকে শহরবাসীর ঘুম আসে না। নদীর বুক শহর থেকে ১৬ ফুট উপরে উঠে গেছে। এ জন্য ড্রেজিং বা বিকল্প পদ্ধতিতে নদীর তলদেশ খনন করতে হবে। এর আগে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল  'খোয়াই নদীর বন্যা ও জলাবদ্ধতা- কারণ ও করনীয়' সম্পর্কে একটি ধারণাপত্র উপস্থাপনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন