ওয়ারেন, ৮ সেপ্টেম্বর : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শিবমন্দির টেম্পল অব জয়ের উদ্যোগে গতকাল শরিবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে মিশিগান রাজ্যের বিভিন্ন সিটির অসংখ্য ভক্তের সমাগম ঘটে। দুদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার উদয়স্ত নামসংকীর্তন অনুষ্ঠিত হবে।
বিকাল ৬ টায় ওয়ারেন সিটির শিব মন্দিরের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নগর সংকীর্ত্তন সহকারে শোভাযাত্রাটি মন্দিরের আশপাশ এলাকা ঘুরে আবারও মন্দিরে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় ভক্তরা ব্যানার, ফেষ্টুন ও রাধা কৃষ্ণ সেজে অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা জন্মাষ্টামীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে মন্দিরের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।সবশেষে জন্মদিনের কেক কাটেন মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা।
শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ রোববার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার রাতে জন্মাষ্টমীর শুভ অধিবাস অনুষ্টিত হয়। পৌরহিত্য করেন মন্দিরের প্রিস্ট পুর্নেন্দু চক্রবর্তী অপু। শুভ অধিবাসের কীর্তন পরিবেশন করেন অরুন আচার্য্য।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan