মাধবপুর, (হবিগঞ্জ) ১৬ সেপ্টেম্বর : মাধবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে রাজু কৈরি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার সুরমা চা বাগান এলাকার সুভাষ কৈরির ছেলে। এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সেলিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল রবিবার দিবাগত রাতে ঢাকা বাটারা থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, রাজু কৈরি জধলঁ নামে ফেসবুক আইডি থেকে ইসলাম, নামায ও ওজু নিয়ে কটুক্তি করে পোস্ট করে। এছাড়াও সে মা বাবার রাজপুত্র ছেলে নামে ফেসবুক আইডিতে ইসলাম ধর্মের বিধান নিয়ে কটুক্তি করে থাকে। তার বন্ধু সুরমা চা বাগানের আব্দুল লতিফ মেম্বারের ছেলে মোঃ বিল্লাল মিয়া বিষয়টি সবার নজরে আনেন। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা চাপা ক্ষোভ দেখা দেয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপার এর নির্দেশে রাজু কৈরীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, রাজু কৈরীকে গ্রেফতার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan