হবিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর : নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের পাহাড়ী এলাকায় ডিসি খতিয়ানের একখন্ড সমতল ভূমিতে যুগ যুগ ধরে শিশু কিশোররা খেলাধুলা করে আসছে। কিন্তু এলাকার কতিপয় ভূমি খেকো প্রভাবশালী ব্যাক্তি মাঠটি দখল করার পায়তারায় লিপ্ত হয়েছে। এমনকি প্রশাসনকে ভূল বুঝিয়ে নিজেদের নামে বন্দোবস্তের কাগজ তৈরির চেষ্টা করছে ওই চক্র। এই বিষয়টি জানতে পেরে এলাকায় ক্ষোভের সৃষ্টি
হয়েছে। মাঠ রক্ষায় গ্রামবাসী গণস্বাক্ষর সংগ্রহ করেছেন।
গ্রামের ছাত্র জনতা মাঠ রক্ষায় বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তারা মানববন্ধনসহ আরও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। পানিউমদা গ্রামের কলেজ ছাত্র নাইম আহমদ, দুলা মিয়া, আমারুল ইসলাম, রহিম মিয়া ও সাজন মিয়া বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। এতে তারা উল্লেখ করেন পানিউমদা এলাকার হুড়ার পাড়া, চাতলপাড়া, হরতকিপাড়া, টঙ্গীটিলা, লালটিলা, হালিতলাসহ ওই এলাকার তরুনরা খেলাধুলা করে আসছে। কিন্তু প্রভাবশালীরা মাঠটি গ্রাস করার চেষ্টা চালাচ্ছে। তারা যে কোন মূল্যে মাঠ রক্ষার অঙ্গীকার করেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড, মো. ফরিদুর রহমান জানান, আবেদনটি গুরুত্বদিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জের ইউএনওকে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan