ওয়ারেন, ৩ অক্টোবর : আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস। প্রতিবছরের অক্টোবরের ৩ তারিখ দিবসটি পালিত হয়। বয়ফ্রেন্ড দিবসটির সূচনা কে বা কারা করেছেন তা জানা যায়নি। ২০১৪ সালে প্রথম বয়ফ্রেন্ড দিবস উদযাপন করা হয়েছিল। কিন্তু দিবসটি জনপ্রিয় হতে শুরু করে ২০১৬ সাল থেকে। বর্তমানে এই দিবসের জনপ্রিয়তা বাড়ছে বিশ্বজুড়ে।
বয়ফ্রেন্ড হতে পারে খুব কাছের একজন ভালো বন্ধু বা প্রেমিক। সবার জীবনে একজন ভালো বন্ধু বা প্রেমিকের খুব প্রয়োজন। প্রেমিক সেই, যে সবসময় পাশে থাকে, অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়। এমন একজন মানুষের জন্য 'বয়ফ্রেন্ড দিবস' উদযাপন করা যেতেই পারে। তাতে সম্পর্কের বন্ধনটা না হয় আরেকটু মজবুত হবে। আজ তাকে বুঝিয়ে দিতেই পারেন সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।এজন্য কবি রুদ্র গোস্বামী লিখেছিলেন, '...প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়, জেদি মানুষেরা কখনও গাছ হতে পছন্দ করে না, তারা শুধু আকাশ হতে চায়।'
পৃথিবীর অন্যান্য সুন্দর জিনিসের মধ্যে "ভালোবাসার সম্পর্ক" হল অধিক মধুময়। একটি সম্পর্কে একজন বয়ফ্রেন্ড বা প্রেমিক-ই হয়ে ওঠে মেয়েটির ভালোবাসার মানুষ, ভরসার জায়গা, বেস্ট ফ্রেন্ড। তাই আজকের দিনটিতে আপনার জীবনে তার ছোট ছোট অবদান মনে করিয়ে ধন্যবাদ জানাতে পারেন। আবার তার হাতে ছোট্ট একটি উপহার তুলে দিতে পারেন।
সুতরাং, এক্ষেত্রে প্রেমিকদের শুধু প্রেম করলেই হয় না, পাশাপাশি পালন করতে হয় কিছু দায়িত্ব-ও। তাই, আজ এ দিনে ভালো থাকুক প্রতিটি প্রেমিক, বেঁচে থাক ভালবাসা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan