মাধবপুর, (হবিগঞ্জ) ৩ অক্টোবর : উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর থেকে বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় শাড়ি, থান কাপড় ও ক্লোপ-জি ক্রীম আটক করেছে বিজিবি।আজ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ইমদাদুল বারী জানান, আজ বৃহষ্পতিবার রাত ৮ টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবি টহলদল জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে বালু বোঝাই একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে বালুর নিচে লুকানো অবস্থায় ১হাজার ৯শ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী, ২০,৭৪১ মিটার বিভিন্ন ধরণের থান কাপড় এবং ১০,৮৮২টি ক্লোপ-জি ক্রীম আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan