মাধবপুর, (হবিগঞ্জ) ৫ অক্টোবর : উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) প্রভাংশু সোম মহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল, পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলা শাখার সভাপতি লিটন রায়, শংকর পাল সুমন, হিমাংসু দাস, খসরু মিয়া, নুরজাহান আক্তার, অমল চন্দ্র সরকার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan