ওয়ারেন, ৭ অক্টোবর : গতকাল রোববার, বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাহী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি প্রবীন সাংবাদিক শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের মিশিগান প্রতিনিধি আশিক রহমান।
সভায়, ক্লাবের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্যী, সিনিয়র সহসভাপতি এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক আরটিভি'র যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামারুজ্জামান হেলাল, সহকারী সম্পাদক টিবিএন২৪ এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাংলাভিশন ও নিউইয়র্ক সময় পত্রিকার মিশিগান প্রতিনিধি সাহেল আহমদ এবং প্রাক্তন সভাপতি সৈয়দ শাহেদুল হক প্রমুখ।
সভায় যুক্তরাষ্ট্রের নির্বাচনে ক্লাব সদস্যদের ভুমিকা নিয়ে এবং কমিউনিটির সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ১৭ নভেম্বর ক্লাবের সাধারণ সভা এবং বার্ষিক নৈশভোজের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan