অ্যান আরবার, ২২ এপ্রিল : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় এক মাস সিয়াম সাধনার পর মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে গতকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।
ইপসিলান্টি সিটির ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির জর্জ গারভেন সেন্টারে সকাল ৭ :৩০ মিনিটে এবং সকাল ৯:৩০ মিনিটে ঈদের ২ টি জামাত অনুষ্ঠিত হয়। এই সিটিতে বসবাসরত বাংলাদেশি এবং বিশ্বের বিভিন্ন দেশের পুরুষ এবং নারীরা ঈদ নামাজে শরীক হন।
এছাড়া মিশিগানের ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, ষ্টার্লিং হাইটস, নোভাই, ডিয়ার বর্নসিটি সহ অন্যান্য সিটিতে বা যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটে সকাল ৭ টা থেকে ১০ টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গত ৩ টি বছর করোনার মহামারির কারনে ঈদের নামাজে লোক সংখ্যা ছিলো অনেক কম। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম ধর্মের নাগরিকরা এবার স্বতস্ফুর্ত ভাবে ঈদুল ফিতর পালন করছে। যদিও বৃষ্টির কারনে সকলের একটু ভোগান্তি হয়।
ঈদের নামাজে প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও পাকিস্তানি, ভারতীয়, ইরানি, ইরাকি, নাইজেরিয়ান, ফিলিস্তিনি, আলেজেরিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি ঈদের নামাজে শরিক হোন। শুক্রবার ওয়ার্ক ডে হওয়ায় অনেকেই নামাজ শেষে কাজে যোগ দিতে হবে। তবে ঈদ জামতে মুসল্লিদের উপস্থিতি ছিলো অনেক বেশি। নামাজ শেষে বিশ্বের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan