ওয়ারেন, ১৩ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের গ্র্যান্ড সেলিব্রেশনে আজ মিশিগানে গানে গানে গানে দর্শক মাতাবেন ভারতের জনপ্রিয় সাবেরী ভট্টাচার্য, দ্বীপ চাটার্জি ও সঞ্চিতা ভট্টাচার্য্য । আজ বিকেল ৫টায় শিব মন্দিরে গান পরিবেশন করবেন বলিউড গায়িকা সাবেরী ভট্টাচার্য। আর মিশিগান কালিবাড়িতে বিকেল ৪টায় দর্শক মাতাবেন দ্বীপ চাটার্জি ও সঞ্চিতা ভট্টাচার্য্য ।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে গত ৮ অক্টোবর বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব- শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পূজা উপলক্ষে ঢাক-ঢোল-কাঁসর ঘণ্টা, উলুধ্বনিতে মুখর ছিল মন্দিরগুলো। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে শুভকামনা করা হয়। পূজাকে ঘিরে ডেট্রয়েট দুর্গা টেম্পল, শিব মন্দির টেম্পল অব জয় এবং ওয়ারেন সিটির মিশিগান কালীবাড়িতে ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও আরতি, নাচ, গান, নাটকে উৎসব জমে উঠেছে ।
বিভিন্ন মন্দিরে প্রতিদিনই ভক্তের ঢল নামে। হাজার হাজার হিন্দু ভক্ত ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন মন্দিরে মন্দিরে দেবী দর্শনে আসেন। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মন্দির গুলো ভিন্ন সাজে সজ্জিত হয়। তৈরি করা হয় বর্ণিল তোরণ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan