মাধবপুর, ১৫ অক্টোবর : প্রতারণা মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য, যুবলীগ নেতা ওয়ারেন্টভূক্ত আসামী মহিউদ্দিন কামাল (৫০) ও তার স্ত্রী আছমা আক্তার রুমা (৪২) কে গ্রেফতার করেছে মাধবপুর পুলিশ। মঙ্গলবার দুপুরে থানার এস আই দ্বীন মোহাম্মদের নেতৃত্ব পুলিশের একটি দল হবিগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করে।
মহিউদ্দিন কামাল উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। সে ২০১৫ সালে হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে মাধবপুর থেকে সাধারন সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক।
মহিউদ্দিন কামাল সিআর-৪৭৫/২১(মাধব), ধারা-৪২০/৫০৬(২) দঃ বিঃ এর ওয়ারেন্টভুক্ত আসামী। তার স্ত্রী গুলশান থানার ২০২৩ সালের একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তারা হবিগঞ্জ শহরে পরিবার নিয়ে বসবাস করতেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান মহিউদ্দিন কামাল ও তার স্ত্রী রুমাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan