আমেরিকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেট্রো ডেট্রয়েটের দিকে ধেয়ে আসছে বজ্রঝড় গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত, কারফিউ জারি মেট্রো ডেট্রয়েটের গ্যাস স্টেশনের তাকজুড়ে ‘ক্র্যাটম’   এনার্জি ড্রিংকে মৃত ইঁদুর : মিশিগানে মনস্টার বেভারেজের বিরুদ্ধে মামলা শহরের আবাসিক এলাকায় স্বল্পমেয়াদী ভাড়া নিষিদ্ধ করল ডিয়ারবর্ন সিটি কাউন্সিল ডিয়ারবর্নে গুলির ঘটনায় মুক্তি পেলেন সন্দেহভাজন আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে ওজোন দূষণের সতর্কতা জারি রোজভিল পুলিশের ধাওয়ায় প্রাণ হারালেন দুই সন্তানের জনক মিশিগানে ১০ বছর বয়সে হাফেজে কোরআন হলেন নাকীব হাসান রায়হান স্টার্লিং হাইটস অ্যাসেম্বলি প্ল্যান্টে সশস্ত্র কর্মী গ্রেপ্তার, অক্ষত সবাই দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা জারি ডেট্রয়েটে শিম্পাঞ্জি পরিবারের নতুন অতিথি  ১০০ মাইল দৌড়ে অংশ নিয়ে মিশিগানের এক নারীর মৃত্যু ম্যাকডোনাল্ডস ম্যানেজারকে হত্যা : মহিলা কর্মচারী অভিযুক্ত ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডে শিহরিত পুরান ঢাকা ডেট্রয়েটে রেস্তোরাঁয় ভুলবশত আগ্নেয়াস্ত্রের গুলিতে ৩ জন আহত হোয়াইটফিশের পতন গ্রেট লেকসে : মৎস্য বিজ্ঞানীদের সতর্কবার্তা ইস্টপয়েন্টে সহকর্মীর ছুরিকাঘাতে ম্যাকডোনাল্ডসের নারী ম্যানেজার নিহত মিশিগানে হামের সর্বোচ্চ সংক্রমণ, হুপিং কাশিতেও উদ্বেগজনক বৃদ্ধি

ওয়ারেন কমিউনিটি লিডারশিপ সম্মাননা পেলেন সুমন কবির 

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১২:৩০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১২:৩০:৩২ পূর্বাহ্ন
ওয়ারেন কমিউনিটি লিডারশিপ সম্মাননা পেলেন সুমন কবির 
 ওয়ারেন, ১৯ অক্টোবর : বাংলাদেশি-আমেরিকান সুমন কবিরকে সম্মাননা প্রদান করা হয়েছে। কমিউনিটি লিডারশিপ স্কীকৃতিস্বরূপ সিটি অব ওয়ারেন ক্রাইম কমিশন এবং পুলিশ ডিপার্টমেন্ট তাকে এই সম্মাননা প্রদান করে। বুধবার (১৬ অক্টোবর) শহরটির গাজিবও ব্যাংকুয়েট হলে ক্রাইম কমিশনের ৩২তম অ্যানুয়াল সিটিজেনস অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানে সুমন কবিরের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড  তুলে দেওয়া হয়। 
একই অনুষ্ঠানে মানবসেবা ও বীরত্বের জন্য পুলিশ অফিসার, ফায়ার ফাইটারসহ কয়েকজন সিভিলিয়ানকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। তবে বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে এবারই প্রথম এই সম্মাননায় ভূষিত হন সুমন কবির। তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন সিটির ক্রাইম কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া একসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন সুমন কবির। তার দেশের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। 
ওয়ারেন ক্রাইম কমিশনের চেয়ারপারসন অ্যাঞ্জেলা মিডলসওয়ার্টের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র লরি স্টোন। এসময় ডিস্ট্রিক্ট-৩৭ কোর্টের বিচারক স্টিভেন বিদা, বিচারক জন চুমুরা, ওয়ারেন সিটি পুলিশ কমিশনার অ্যারিক হকিন্স, ওয়ারেন ফায়ার কমিশনার উইলবার্ট ম্যাকঅ্যাডাম, কাউন্সিল ভাইস চেয়ার মেলোডি ম্যাকগি এবং কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মোর উপস্থিত ছিলেন। 
এছাড়া ওয়ারেন সিটির কাউন্সিল মেম্বার জোনাথান লাফার্টি, হেনরি নেউনান, গ্যারি বৈকি, ওয়ারেন ক্রাইম কমিশনার মাইক রাইলি, নাজিম আহমেদ, ট্রেসি এনট্টিকিন্স, ক্রাইম কমিশনার অ্যাসিস্ট্যান্ট মিশেল মার্টিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সিটি মেয়র লরি স্টোন পুরস্কারপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান। ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ক্যাপ্টেন ডিলেনবেক ওয়ারেন কমিউনিটিতে বাংলাদেশি-অ্যামিরিকান সুমন কবিরের নেতৃত্বের প্রশংসা করেন।    
সম্মাননাপ্রাপ্ত সুমন করিব অনুভূতি প্রকাশে বলেন, ওয়ারেন ক্রাইম কমিশন এবং পুলিশ ডিপার্টমেন্টের বাৎসরিক এই ডিনার অনুষ্ঠানে আমেরিকান নাগরিকদের মধ্যে থেকে বীরত্ব এবং কমিউনিটিতে বিভিন্নভাবে অবদানের জন্য পুরস্কার দেওয়া হলেও বাংলাদেশি বংশোদ্ভুত কাউকে এবারই প্রথমবারের মতো এই সম্মাননা দেওয়া হয় সিটি অব ওয়ারেনের এ অনুষ্ঠানে। বাংলাদেশি হিসেবে এটা আমার জন্য গর্বের এবং অনুপ্রেরণামূলক। এজন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এছাড়া সিটি অব ওয়ারেনকে নিরাপদ সিটি হিসেবে অব্যাহত রাখতে সবাই মিলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সুমন কবির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ব্রাইটনে পুলিশের ধাওয়া চলাকালে দুর্ঘটনায় চালকের মৃত্যু

ব্রাইটনে পুলিশের ধাওয়া চলাকালে দুর্ঘটনায় চালকের মৃত্যু