আমেরিকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ আমরা মিশিগানের জন্য বিজয় নিয়ে বাড়ি আসব : ট্রাম্প  হুইটমারের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, তবে গাড়ি শুল্ক থেকে পিছু হটেননি ইউনিভার্সিটি অব মিশিগানের ২২ শিক্ষার্থীর ভিসা, আইনি বসবাসের মর্যাদা বাতিল র‍্যাপ শিল্পী সাদা বেবি গ্রেপ্তার আজ ট্রাম্পের সাথে সাক্ষাত করবেন গভর্নর হুইটমার  মিশিগানের অন্তত ৫টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্র ভিসা বাতিলের সাথে লড়াই করছে বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে বান্ধবীর কিশোরী মেয়েকে ধর্ষণ, ফ্লিন্টের এক ব্যক্তি যাবজ্জীবন কারাদন্ডের মুখোমুখি সাউথফিল্ডের প্লাম হলো মার্কেটে অগ্নিকাণ্ড ঢাকায় যাচ্ছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাটের ঘটনায় সারাদেশে গ্রেপ্তার ৪৯ ইউএম আন্তর্জাতিক ছাত্রের ভিসা 'বিনা নোটিশে' বাতিল ডেট্রয়েটে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার ডেট্রয়েট বিমানবন্দরে ডিয়ারবর্নের আইনজীবীকে আটকে জিজ্ঞাসাবাদ বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি শুল্ক ৩ মাস স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের ডেট্রয়েটের গলিতে পোড়া গাড়ি থেকে তিন লাশ উদ্ধার

ওয়ারেন কমিউনিটি লিডারশিপ সম্মাননা পেলেন সুমন কবির 

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১২:৩০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১২:৩০:৩২ পূর্বাহ্ন
ওয়ারেন কমিউনিটি লিডারশিপ সম্মাননা পেলেন সুমন কবির 
 ওয়ারেন, ১৯ অক্টোবর : বাংলাদেশি-আমেরিকান সুমন কবিরকে সম্মাননা প্রদান করা হয়েছে। কমিউনিটি লিডারশিপ স্কীকৃতিস্বরূপ সিটি অব ওয়ারেন ক্রাইম কমিশন এবং পুলিশ ডিপার্টমেন্ট তাকে এই সম্মাননা প্রদান করে। বুধবার (১৬ অক্টোবর) শহরটির গাজিবও ব্যাংকুয়েট হলে ক্রাইম কমিশনের ৩২তম অ্যানুয়াল সিটিজেনস অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানে সুমন কবিরের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড  তুলে দেওয়া হয়। 
একই অনুষ্ঠানে মানবসেবা ও বীরত্বের জন্য পুলিশ অফিসার, ফায়ার ফাইটারসহ কয়েকজন সিভিলিয়ানকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। তবে বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে এবারই প্রথম এই সম্মাননায় ভূষিত হন সুমন কবির। তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন সিটির ক্রাইম কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া একসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন সুমন কবির। তার দেশের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। 
ওয়ারেন ক্রাইম কমিশনের চেয়ারপারসন অ্যাঞ্জেলা মিডলসওয়ার্টের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র লরি স্টোন। এসময় ডিস্ট্রিক্ট-৩৭ কোর্টের বিচারক স্টিভেন বিদা, বিচারক জন চুমুরা, ওয়ারেন সিটি পুলিশ কমিশনার অ্যারিক হকিন্স, ওয়ারেন ফায়ার কমিশনার উইলবার্ট ম্যাকঅ্যাডাম, কাউন্সিল ভাইস চেয়ার মেলোডি ম্যাকগি এবং কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মোর উপস্থিত ছিলেন। 
এছাড়া ওয়ারেন সিটির কাউন্সিল মেম্বার জোনাথান লাফার্টি, হেনরি নেউনান, গ্যারি বৈকি, ওয়ারেন ক্রাইম কমিশনার মাইক রাইলি, নাজিম আহমেদ, ট্রেসি এনট্টিকিন্স, ক্রাইম কমিশনার অ্যাসিস্ট্যান্ট মিশেল মার্টিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সিটি মেয়র লরি স্টোন পুরস্কারপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান। ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ক্যাপ্টেন ডিলেনবেক ওয়ারেন কমিউনিটিতে বাংলাদেশি-অ্যামিরিকান সুমন কবিরের নেতৃত্বের প্রশংসা করেন।    
সম্মাননাপ্রাপ্ত সুমন করিব অনুভূতি প্রকাশে বলেন, ওয়ারেন ক্রাইম কমিশন এবং পুলিশ ডিপার্টমেন্টের বাৎসরিক এই ডিনার অনুষ্ঠানে আমেরিকান নাগরিকদের মধ্যে থেকে বীরত্ব এবং কমিউনিটিতে বিভিন্নভাবে অবদানের জন্য পুরস্কার দেওয়া হলেও বাংলাদেশি বংশোদ্ভুত কাউকে এবারই প্রথমবারের মতো এই সম্মাননা দেওয়া হয় সিটি অব ওয়ারেনের এ অনুষ্ঠানে। বাংলাদেশি হিসেবে এটা আমার জন্য গর্বের এবং অনুপ্রেরণামূলক। এজন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এছাড়া সিটি অব ওয়ারেনকে নিরাপদ সিটি হিসেবে অব্যাহত রাখতে সবাই মিলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সুমন কবির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ