আমেরিকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ষণাবেক্ষণ কাজে দুই সপ্তাহ বন্ধ থাকবে ডেট্রয়েট পিপল মুভার ডেট্রয়েটে খালি গির্জায় আগুন, আহত একজন মিশিগানে শীতকালীন ঝড়ের সতর্কতা প্রবাসে বাংলা সংস্কৃতির উজ্জ্বল ছোঁয়া, শেষ হলো মিশিগান বইমেলা সাহিত্য, সৃজন ও আনন্দের ছোঁয়া মিশিগান বইমেলায় ফেডারেল স্থবিরতা, কিন্তু ক্ষুধার বিরুদ্ধে সক্রিয় ডেট্রয়েট হার্পার উডস হাই স্কুলের ফুটবল খেলায় গুলিবিদ্ধ ১৭ বছরের এক কিশোর ডেট্রয়েট মেট্রোতে এফএএ নির্দেশে ফ্লাইট হ্রাস, যাত্রীরা উদ্বিগ্ন শনিবার রাত থেকে মেট্রো ডেট্রয়েটে তুষারপাতের সম্ভাবনা শেলবি টাউনশিপে অটো ডিলারশিপে দুই ব্যক্তির মৃতদেহ : তদন্তে পুলিশ মিশিগানে বইমেলার পর্দা উঠছে কাল মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান মিশিগানে শুরু হচ্ছে মানুষ-পাখির প্রযুক্তিযুদ্ধ ফোন ও ইন্টারনেট বিভ্রাটের কারণে শুক্রবার বন্ধ থাকবে ফার্মিংটন পাবলিক স্কুল মিশিগানে ২ লাখেরও বেশি প্রবীণ নাগরিক আলঝাইমারে আক্রান্ত পশ্চিম ডেট্রয়েটে ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে ২ জন নিহত  জামায়াত সেক্রেটারির নেতৃত্বে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহতের খবর ১১ ভোটের ব্যবধানে হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে হারলেন মুহিত মাহমুদ ডেট্রয়েটে দুটি পৃথক গুলিবর্ষণে দুজন নিহত, আহত ১

ওয়ারেন কমিউনিটি লিডারশিপ সম্মাননা পেলেন সুমন কবির 

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১২:৩০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১২:৩০:৩২ পূর্বাহ্ন
ওয়ারেন কমিউনিটি লিডারশিপ সম্মাননা পেলেন সুমন কবির 
 ওয়ারেন, ১৯ অক্টোবর : বাংলাদেশি-আমেরিকান সুমন কবিরকে সম্মাননা প্রদান করা হয়েছে। কমিউনিটি লিডারশিপ স্কীকৃতিস্বরূপ সিটি অব ওয়ারেন ক্রাইম কমিশন এবং পুলিশ ডিপার্টমেন্ট তাকে এই সম্মাননা প্রদান করে। বুধবার (১৬ অক্টোবর) শহরটির গাজিবও ব্যাংকুয়েট হলে ক্রাইম কমিশনের ৩২তম অ্যানুয়াল সিটিজেনস অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানে সুমন কবিরের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড  তুলে দেওয়া হয়। 
একই অনুষ্ঠানে মানবসেবা ও বীরত্বের জন্য পুলিশ অফিসার, ফায়ার ফাইটারসহ কয়েকজন সিভিলিয়ানকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। তবে বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে এবারই প্রথম এই সম্মাননায় ভূষিত হন সুমন কবির। তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন সিটির ক্রাইম কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া একসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন সুমন কবির। তার দেশের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। 
ওয়ারেন ক্রাইম কমিশনের চেয়ারপারসন অ্যাঞ্জেলা মিডলসওয়ার্টের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র লরি স্টোন। এসময় ডিস্ট্রিক্ট-৩৭ কোর্টের বিচারক স্টিভেন বিদা, বিচারক জন চুমুরা, ওয়ারেন সিটি পুলিশ কমিশনার অ্যারিক হকিন্স, ওয়ারেন ফায়ার কমিশনার উইলবার্ট ম্যাকঅ্যাডাম, কাউন্সিল ভাইস চেয়ার মেলোডি ম্যাকগি এবং কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মোর উপস্থিত ছিলেন। 
এছাড়া ওয়ারেন সিটির কাউন্সিল মেম্বার জোনাথান লাফার্টি, হেনরি নেউনান, গ্যারি বৈকি, ওয়ারেন ক্রাইম কমিশনার মাইক রাইলি, নাজিম আহমেদ, ট্রেসি এনট্টিকিন্স, ক্রাইম কমিশনার অ্যাসিস্ট্যান্ট মিশেল মার্টিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সিটি মেয়র লরি স্টোন পুরস্কারপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান। ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ক্যাপ্টেন ডিলেনবেক ওয়ারেন কমিউনিটিতে বাংলাদেশি-অ্যামিরিকান সুমন কবিরের নেতৃত্বের প্রশংসা করেন।    
সম্মাননাপ্রাপ্ত সুমন করিব অনুভূতি প্রকাশে বলেন, ওয়ারেন ক্রাইম কমিশন এবং পুলিশ ডিপার্টমেন্টের বাৎসরিক এই ডিনার অনুষ্ঠানে আমেরিকান নাগরিকদের মধ্যে থেকে বীরত্ব এবং কমিউনিটিতে বিভিন্নভাবে অবদানের জন্য পুরস্কার দেওয়া হলেও বাংলাদেশি বংশোদ্ভুত কাউকে এবারই প্রথমবারের মতো এই সম্মাননা দেওয়া হয় সিটি অব ওয়ারেনের এ অনুষ্ঠানে। বাংলাদেশি হিসেবে এটা আমার জন্য গর্বের এবং অনুপ্রেরণামূলক। এজন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এছাড়া সিটি অব ওয়ারেনকে নিরাপদ সিটি হিসেবে অব্যাহত রাখতে সবাই মিলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সুমন কবির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিশিগান বিএনপির আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মিশিগান বিএনপির আলোচনা সভা