হ্যামট্টাম্যাক, ২০ অক্টোবর : আসন্ন ৫ নভেম্বর প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে রিপাবলিকান মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের পক্ষে এক সভা হয়েছে। শনিবার রাতে বাংলাটাউন খ্যাত হ্যামট্রাম্যাক শহরে ট্রাম্পের নির্বাচনী অফিসে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ট্রাম্প সমর্থকরা এ সভার আয়োজন করেন।
সভায় বক্তব্যে রাখেন হ্যাট্রাম্যাক সিটির মেয়র আমীর গালিব, প্রেটেম মেয়র আবু আহমেদ মুসা, কাউন্সিলর মুসতাকিম সাদমান, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদসহ রিপাবলিকান পার্টির মূলধারার বেশ কয়েকজন নেতা।
সভায় বক্তারা বলেন, আমেরিকার উন্নয়নসহ বিশ্ব নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্পের বিকল্প নেই। আমেরিকা ঘুরে দাঁড়াবে ট্রাম্প প্রেসিডেন্ট হলে। ট্রাম্প ক্ষমতায় থাকলে আমেরিকার অর্থনীতির উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পায়। আমেরিকানদের জীবনমান বেশি সমৃদ্ধশালী হয়। এছাড়া অ্যাব্রেসন এবং যুদ্ধবিধ্বস্ত ট্রাম্পের পছন্দ নয়। ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে ভোট দেওয়ার আহ্বান জানান উপস্থিত বক্তারা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan