আমেরিকা , মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ , ১৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া হ্যালোইনের আগে মেট্রো ডেট্রয়েটে রেকর্ড উষ্ণতা আ.লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের রিট প্রত্যাহার বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির পুঁজিবাজারে সূচকের বড় পতন বাইডেনে অসন্তুষ্ট, ট্রাম্পকে মুসলিমদের সমর্থনের ঘোষণা ৭ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে ইউএম গাছের বৃদ্ধি এবং যত্নের জন্য ৩ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে রাজ্য মিশিগানে প্রথম দিনেই আগাম ভোট দিয়েছেন ১ লাখ ৪৫ হাজার ভোটার জীবনধারণের মতো মজুরি নির্ধারণ করতে হবে দিনে আসছে ৯০০ কোটি টাকার রেমিট্যান্স আওয়ামী লীগের ওপর যেন একই জুলুম না হয়: জামায়াত আমির দেশে সাংবিধানিক সংকট তৈরির পাঁয়তারা চলছে : সালাহ উদ্দিন লিভোনিয়ায় ফ্রিওয়ে পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন মাইক ডুগান এখনও তহবিল সংগ্রহ করেননি, দুইজনের সংগ্রহ ১ লাখ ডলার টাস্কেগি এয়ারম্যান আলেকজান্ডার জেফারসনের চুরি হওয়া ভাস্কর্য উদ্ধার ডেট্রয়েটের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান হলেন ডেপুটি মেয়র টড বেটিসন মিশিগানে ১০ দিনের প্রতিদিনই নির্বাচনের দিন ডেট্রয়েটের বিখ্যাত টাস্কেগি এয়ারম্যানের ভাস্কর্য রুজ পার্ক থেকে চুরি
সর্বোচ্চ অনুদান দেবেন ডা: নৃপেন্দ্র দেবনাথ

মিশিগানে হচ্ছে ওঁ রাধা-কৃষ্ণ মন্দির 

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৩:০৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৯:৫৫:২১ পূর্বাহ্ন
মিশিগানে হচ্ছে ওঁ রাধা-কৃষ্ণ মন্দির 
হ্যামট্রাম্যাক, ২৫ অক্টোবর : মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক শহরে একটি হিন্দু মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরটির নাম দেওয়া হয়েছে ওঁ রাধা-কৃষ্ণ মন্দির। মন্দির প্রতিষ্ঠায় সর্বোচ্চ অর্থ দেবেন অবসরপ্রাপ্ত নিউরোরেডিওলজিস্ট এবং সহকারী অধ্যাপক ডা: নৃপেন্দ্র দেবনাথ। 
হ্যামট্রাম্যাক শহরে বসবাসরত সনাতন ধর্মানুরাগী ভক্তবৃন্দ একটি  হিন্দু মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সকলেই হিন্দু মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। এর অংশ হিসেবে একটি গির্জা কেনার উদ্যোগ নেয়া হয়েছে। গির্জাকে পালটে ওঁ রাধা-কৃষ্ণ মন্দির করা হবে। মন্দিরের জন্য গির্জা ক্রয়ে ২লাখ ১০ হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ডা: নৃপেন্দ্র দেবনাথ। এর মধ্যে ৫০ হাজার ডলার দেবেন তার দ্বিতীয় কন্যা সুদীপ্তা নীলা দেবনাথ। বাকি অর্থ সামর্থ্য অনুযায়ী চাঁদা দিবেন  ভক্তরা। ডা: নৃপেন্দ্র দেবনাথ জানিয়েছেন তার প্রথম কন্যা ডা: অনিন্দিতা দেবনাথ ও ডা: সুবর্না দেবনাথ মন্দির প্রতিষ্ঠায় আর কিছু আর্থিক অনুদান দেবে। 
তিনি আরও জানান, সাম্যের মন্দির হবে এটি। এই মন্দিরে ওঁ, গায়ত্রী এবং ওঁ তৎ সৎ মহামন্ত্রের অধিকার নিশ্চিত করা হবে। ওঁ ব্যতীত কোন পূজামন্ত্র বা অঞ্জলিমন্ত্র উচ্চারণ করা হবে না। তিনি জানান, পরমেশ্বরের মহান প্রতীক ওমকার (ওঁ) থেকে হাজার হাজার বছর ধরে শূদ্র ও নারীদের বঞ্চিত করা হচ্ছে। এই মন্দির সনাতনীদের এই নিন্দনীয় এবং বেদবিরোধী কলঙ্ক থেকে মুক্তি দান করবে। তিনি জানান, ওই তিন মন্ত্র সকল পূজা ও প্রার্থনা মন্ত্রকে পবিত্র করে। এই তিনমন্ত্র অদ্বিতীয়, পরমব্রহ্ম, পরমেশ্বরের প্রতীক। 
উল্লেখ্য, শহরে সনাতন অধিবাসীদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় মন্দির প্রতিষ্ঠার এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন ভক্ত। তারা জানান, স্থানীয় ভক্তদের স্বতঃস্ফূর্ত অনুদানেই হচ্ছে মন্দিরটি। প্রকল্পের কাজ চলমান। এজন্য তিন লাখ ডলারেরও বেশি প্রয়োজন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া