মাধবপুর, ( হবিগঞ্জ) ২৭ অক্টোবর : উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ দায়ে ৩ ব্যক্তি সহ দুই মানব পাচারকারিকে আটক করেছে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহলদল। শনিবার বেলা ১১ টার সময় সন্তোষপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তারা হল যশোহর শার্শা উপজেলার বাহাদুর গ্রামের মোঃ আঃ,সবুর মিয়া (২৭), খুলনা জেলার সোনাডাঙ্গা সদরের মোঃ মাছুম মিয়া (৩০) ,বাগেরহাট জেলার মোড়লগন্জ থানার চরহোগলি বানিয়াপাড়ার মোঃ সুমন মিয়া (২৫), মাধবপুর উপজেলার মালাঞ্চপুর গ্রামের মোঃ ইমন মিয়া (২৯) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড় বাদুরা গ্রামের সোহরাব হোসেন (৪২)।
২৫ বিজিবির ধর্মঘর বিওপির কোম্পানি কমান্ডার মোঃ রউপ জানান, দেড় বছর আগে সবুর মিয়া,মাছুম মিয়া ও মোঃ সুমন মিয়া যশোহর বেনাপোল সীমান্ত দিয়ে রাজমিস্ত্রি কাজের সন্ধান ভারতে গিয়েছিল। মানব পাচারকারী ইমন মিয়া ও সোহরাব হোসেনের সাথে টাকার চুক্তিতে ভারতে থেকে ধর্মঘর সীমান্ত দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের সময় তারা বিজিবি টহল দল তাদের গ্রেপ্তার করে। সরাইল ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্তে যে কোন অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ করতে সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan