আমেরিকা , মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ , ১৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া হ্যালোইনের আগে মেট্রো ডেট্রয়েটে রেকর্ড উষ্ণতা আ.লীগসহ ১১টি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের রিট প্রত্যাহার বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপির পুঁজিবাজারে সূচকের বড় পতন বাইডেনে অসন্তুষ্ট, ট্রাম্পকে মুসলিমদের সমর্থনের ঘোষণা ৭ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে ইউএম গাছের বৃদ্ধি এবং যত্নের জন্য ৩ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে রাজ্য মিশিগানে প্রথম দিনেই আগাম ভোট দিয়েছেন ১ লাখ ৪৫ হাজার ভোটার জীবনধারণের মতো মজুরি নির্ধারণ করতে হবে দিনে আসছে ৯০০ কোটি টাকার রেমিট্যান্স আওয়ামী লীগের ওপর যেন একই জুলুম না হয়: জামায়াত আমির দেশে সাংবিধানিক সংকট তৈরির পাঁয়তারা চলছে : সালাহ উদ্দিন লিভোনিয়ায় ফ্রিওয়ে পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন মাইক ডুগান এখনও তহবিল সংগ্রহ করেননি, দুইজনের সংগ্রহ ১ লাখ ডলার টাস্কেগি এয়ারম্যান আলেকজান্ডার জেফারসনের চুরি হওয়া ভাস্কর্য উদ্ধার ডেট্রয়েটের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান হলেন ডেপুটি মেয়র টড বেটিসন মিশিগানে ১০ দিনের প্রতিদিনই নির্বাচনের দিন ডেট্রয়েটের বিখ্যাত টাস্কেগি এয়ারম্যানের ভাস্কর্য রুজ পার্ক থেকে চুরি
গোলটেবিল আলোচনা

জীবনধারণের মতো মজুরি নির্ধারণ করতে হবে

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০২:৩৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০২:৩৭:২৫ অপরাহ্ন
জীবনধারণের মতো মজুরি নির্ধারণ করতে হবে
ঢাকা, ২৭ অক্টোবর : বর্তমানে দ্রব্যমূল্য ও বাড়িভাড়া বৃদ্ধির কারণে পূর্বের মজুরিতে জীবনধারণ কঠিন হয়ে পড়েছে।  জীবন ধারণের মতো মজুরি নির্ধারণে সরকারকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া বোর্ডের মানসম্পন্ন পরিচালনা পদ্ধতিও নির্ধারণ করা প্রয়োজন। রোববার (২৭ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে এক সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্য ও বাড়িভাড়া বৃদ্ধির কারণে পূর্বের মজুরিতে জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। মজুরি নির্ধারণে এ বিষয়টি জোরালোভাবে বিবেচনায় রাখতে হবে। এ ছাড়া বোর্ডের মানসম্পন্ন পরিচালনা পদ্ধতিও নির্ধারণ করা দরকার এবং সেক্টরের সংখ্যা সর্বোচ্চ বৃদ্ধি করা প্রয়োজন।
বর্তমানে মোট ৫৬টি বোর্ড গঠন করা হয়েছে এবং এটির পরিবীক্ষণে পরিদর্শন অধিদপ্তরের দায়িত্ব রয়েছে বলে সরকারের পক্ষ থেকে উল্লেখ করে জানানো হয়, জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বক্তারা আরও বলেন, মজুরির বিষয়টি অর্থনৈতিক হলেও মজুরি নির্ধারণের বিষয়টি হয়ে যায় রাজনৈতিক। এ বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কেউই এড়াতে পারেন না।
অনুষ্ঠানে মজুরি বোর্ডের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, নিজস্ব সীমাবদ্ধতা বিবেচনায় রেখেই মজুরি বোর্ডকে কাজ করতে হচ্ছে। শ্রমিকপক্ষ তাদের অধিকারের কথা মালিকপক্ষের মতো জোরালোভাবে তুলে ধরতে পারেন না। এ কথা মালিকপক্ষকে বিবেচনায় রেখে তাদের শ্রমিকবান্ধব হতে হবে।
বাংলাদেশে নিম্নতম মজুরি : প্রয়োগ ও কার্যকারিতার সন্ধানে' শীর্ষক গোলটেবিল বৈঠকে বিলসের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান মামুনুর রশিদ, বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান, সংগঠনের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নির্বাহী পরিষদের সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এনামুল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইন কর্মকর্তা মাসুম বিল্লাহ, আইএলওর প্রকল্প কর্মকর্তা নিরান রামজুঠান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া