ওয়ারেন, ৩১ অক্টোবর : শিব মন্দির টেম্পল অব জয়ের প্রতিষ্ঠাতা, সুপ্রভাত মিশিগান সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধার মা শোভা রানী দাস আর নেই (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। বৃহষ্পতিবার ৩১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ঢাকার বিক্রমপুরের ষোলঘর গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন তিনি । এ সময় তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর । মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মিশিগানের সময় রাত ১২টা ২৩ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে চিনু মৃধা লিখেছেন, আমার মা আর নেই। মা নেই চিন্তা করতে পারছি না। হৃদয়ে যেন হাহাকার অনুভব করছি।
এদিকে চিনু মৃধার মায়ের মৃত্যুতে সুপ্রভাত মিশিগান পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan