আমেরিকা , সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ , ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক চলছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও চিন্ময় দাশের মুক্তির দাবিতে মিশিগানে মানববন্ধন  চিন্ময় দাশ দাশসহ ১৬৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা চেষ্টা মামলা রোমুলাস ফ্রিওয়েতে দুর্ঘটনায় একজন নিহত, একজন আহত অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না -স্বরাষ্ট্র উপদেষ্টা মেট্রো ডেট্রয়েটে মানব পাচার চক্রের সাথে যুক্ত বেশ কয়েকজন গ্রেপ্তার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুগের অবসান আগামী বছরই দেশবাসী রাজনৈতিক সরকার পাবে: ওয়াহিদউদ্দিন নোভির বাড়িতে অনুপ্রবেশ, চিলির নারী গ্রেফতার সেন্ট ক্লেয়ার শোরস স্যালভেশন আর্মির রেড কেটলিতে বিরল মুদ্রা  সোশ্যাল মিডিয়ায় হুমকি, গ্রেফতার সেন্টার লাইন ছাত্র ধর্ম-বর্ণ-মতের ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবারের সদস্য : ড. ইউনূস ভারতীয় শাড়ি আগুনে পোড়ালেন রিজভী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধের নির্দেশ ট্রাইব্যুনালের ইউনিভার্সিটি অফ মিশিগান-ডিয়ারবর্নে সমাবেশ ও পদযাত্রা আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন কিশোরগঞ্জে গ্রেপ্তার মিশিগানের কিছু অংশে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি  দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক আমাদের স্বাধীনতা অনেকের পছন্দ হচ্ছে না: প্রধান উপদেষ্টা সুনামগঞ্জের হিন্দু মন্দির-বাড়িঘর-দোকান ভাংচুর

আজ শ্যামাপূজা ও দীপাবলি

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০২:৫৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০২:৫৯:১০ পূর্বাহ্ন
আজ শ্যামাপূজা ও দীপাবলি
ওয়ারেন,৩১ অক্টোবর : দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উৎসব আজ। ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের।
পুরাণ মতে, অন্যায়-অত্যাচার দূর করতেই মা কালীর মর্ত্যে আগমন। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা দিতে আসেন দেবী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পুজো বা কালী পুজো অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক।   
মিশিগানের হিন্দু সম্প্রদায় আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করবে। রাতে মন্দিরে মন্দিরে শ্যামা দেবীর পূজা অনুষ্ঠিত হবে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
দীপাবলি উৎসবও আজ। ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের। দীপাবলী- আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক শুভ দেওয়ালি বা দীপাবলী। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হয়।  দীপাবলি হচ্ছে শ্যামা পূজার অন্যতম আকর্ষণ। দীপাবলি শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, শিখ এবং জৈন ধর্মাবলম্বীদেরও অনুষ্ঠান। দীপাবলির দিনে কালী পূজা হয়-তাই দীপাবলি আর কালী পূজা একইসূত্রে গাঁথা।
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি মিশিগানে রাজ্যের ডেট্রয়েট, ওয়ারেন, ট্রয়, ক্যান্টন, পন্টিয়াকসহ বিভিন্ন সিটিতে সাড়ম্বরে উদযাপিত করবে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে পূজা, অঞ্জলি প্রদান, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফায়ার ওয়াকর্স। 
শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে শিব মন্দির টেম্পল অব জয়ে দুইদিন ব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিন আজ বৃহষ্পতিবার, (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পূজা, রাত ৭টায় ধর্মীয় সঙ্গীত, রাত ৮টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি, রাত ৯টায় প্রসাদ বিতরণ। রোববার (৩ নভেম্বর)  সন্ধ্যা ৬টায় পূজা, ৬টা ৪৫ মিনিটে পুষ্পাঞ্জলি, রাত ৭টায়  অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে রয়েছে আকর্ষণীয় ডান্ডিয়া নৃত্য। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। 
মিশিগান কালিবাড়িতে আজ  বৃহষ্পতিবার, সকাল ১১টায় পূজা, দুপুর ১টায় পুষ্পাঞ্জলি, ১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ, বিকেল ৪টায় ধর্মীয় সঙ্গীত, সন্ধ্যা ৬টায় পূজা, ৬টা ৪৫ মিনিটে দীপাবলি, রাত ৭টায় ধুনুচি নাচ, রাত সাড়ে ১১টায় নিশি পুজা, ১২ টায় পুষ্পাঞ্জলি। এছাড়া শনিবার দিন ব্যাপী কর্মসূচিতে পূজার পাশাপাশি ছিল অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি।  
শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে ডেট্রয়েট দুর্গা টেম্পলে  আজ বৃহষ্পতিবার পূজা উদযাপনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টায় পূজা, রাত ৭টা ৩০ মিনিটে দীপাবলী ও আলোকসজ্জা,  রাত ৮টায় অঞ্জলি প্রদান, রাত সাড়ে ৮টায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং রাত ৯টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সপ্তাহের শেষের দিকে মেট্রো ডেট্রয়েটের তাপমাত্রা কমবে, তুষারপাত, বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহের শেষের দিকে মেট্রো ডেট্রয়েটের তাপমাত্রা কমবে, তুষারপাত, বৃষ্টির সম্ভাবনা