ঢাকা, ৩১ অক্টোবর : এই দেশে এক শহর ছিলো/ শহরে এক রাস্তা ছিলো/ রাস্তার ধারে এক বাড়ি ছিলো/ বাড়ির নাম এলোমেলো...। কাওসার আহমেদ চৌধুরীর এমন গীতিকবিতায় গানটির সুর করেছিলেন নকীব খান আর সেটি কণ্ঠে তুলেছেন প্রতিশ্রুতি শিল্পী নাফিস কামাল। নব্বই দশকের শেষের দিকে এই গানটি ‘ইত্যাদি’তে প্রচারের পর সুপারহিট হয়। রাতারাতি তারকা বনে যান নাফিস। মাঝখানে দীর্ঘ বিরতির পর আবার মঞ্চে গাইলেন এ তারকা। সম্প্রতি জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের সাবেক পরিচালক (উপসচিব) লাবণ্য আহমেদের স্মরণসভায় বিশিষ্ট আবৃত্তিকার সাগর সেনের এক কবিতা আবৃত্তির সঙ্গে তিনি রবীন্দ্র সংগীত “তুমি রবে নীরবে” গানটি ভিন্ন আঙ্গিকে পরিবেশন করেন। রাজধানীর পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এই স্মরণসভায় তাদের মনমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত শ্রোতারা বিমোহিত হয়। গানের লিঙ্ক- https://www.facebook.com/reel/468297073033397 । নাফিস জানান, শিগগিরই নতুন বেশ কয়েকটি গান প্রকাশসহ নিয়মিত লাইভ পারফোরমেন্সে দেখা যাবে তাকে। নাফিস কামালের অফিসিয়াল ফেইসবুক লিঙ্ক-https://www.facebook.com/singernafis
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan