আমেরিকা , বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জেল হত্যা দিবসের সভায় আ’লীগের দুই নেতার হাতাহাতি  স্টার্লিং হাইটসে ছুরি হামলা : সন্দেহভাজন গ্রেফতার গ্রেটিওট কাউন্টিতেও আঘাত হেনেছে ইএফ০ টর্নেডো হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি : রিজভী রেডফোর্ড টাউনশিপ মোটেলে মুখে গুলি করে বান্ধবীকে হত্যা ডেট্রয়েটের পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২ ইস্ট ল্যান্সিংয়ে ফ্রিজে মিলল দুই ব্যক্তির দেহাবশেষ  হোলিতে আঘাত হেনেছে ইএফ০ টর্নেডো জিরো পয়েন্টে আসছে ছোট-বড় মিছিল, দেখা নেই আ.লীগের সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট গ্রহণে ডেট্রয়েট মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরে পরিণত হবে আ. লীগকে রুখে দিতে রাতেই জিরো পয়েন্টে শতশত ছাত্র-জনতা আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, কড়া হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক ভারতবর্ষে হিন্দু-মুসলমান বিরোধ সব সময়ই ছিল : বাংলা একাডেমির সভাপতি হিন্দুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা জানালো ভারত ওয়ারেনে গুলিতে এক ব্যক্তি নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে শিশুদের ঝগড়ার জেরে গুলিতে মা ও এক কিশোর আহত

মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে বললেন ইস্‌কন নেতারা

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৯:০০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৯:০০:৪৩ পূর্বাহ্ন
মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে বললেন ইস্‌কন নেতারা
ঢাকা, ২ নভেম্বর : বাংলাদেশে অবস্থিত ইস্কন-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন “আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি ইস্কনকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট বলেও মন্তব্য করেছেন, এই অভিযোগের জন্য মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে বলল ইস্কন। তাঁকে ৭ দিনের মধ্যে দেশের কাছে ক্ষমা চাইতে বলেছে ইস্কন। এই সময়ের মধ্যে তিনি ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া-সহ কঠোর কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছে ইস্কন। শনিবার (২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্‌কন সম্পর্কে প্রচারিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য ও সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্‌কনের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। 
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমরা সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানতে পেরেছি, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইস্কনকে জঙ্গি সংগঠন বলেছেন। তিনি আমাদের ‘র’-এর এজেন্ট বলেছেন। ছাত্রলীগের সঙ্গে জড়িয়েছেন। ওনাকে এসব প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে না পারলে দেশের সামনে এসে ক্ষমা চাইতে হবে। ইস্কন পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দু ধর্ম প্রচার করে। আমরা আমেরিকা, রাশিয়া বা কোনও দেশের গোয়েন্দা সংস্থা না।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, “সম্প্রতি আমরা ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষ থেকে আমাদের সংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন ও অসত্য হুমকি এবং নিষেধাজ্ঞার আহ্বানের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমাদের বিশ্বাস, এই ধরনের অযাচিত ও ভিত্তিহীন বক্তব্য দেশের শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর। মাহমুদুর রহমানকে অবহিত করতে চাই, তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে দেশের কাছে ক্ষমা চান, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাব, অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”
সাংবাদিক সম্মেলনে আরও বলা হয়, ইস্কন একটি অরাজনৈতিক ধর্মীয় আন্তর্জাতিক সংগঠন। ইস্কন বাংলাদেশ বরাবরই সকলের প্রতি মানবিক সহমর্মিতা ও ধর্মীয় সহনশীলতার বার্তা প্রচার করেছে এবং জাতীয় সম্প্রীতি ও ঐক্যের পক্ষে কাজ করেছে। সুতরাং এসব মিথ্যা প্রচারণা শুধু বাংলাদেশ ইস্কনের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইস্কনের পাশাপাশি বাংলাদেশের সুনাম নষ্ট করছে এবং আমরা এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানাই। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তারা যেন এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়তা করে। সেইসঙ্গে যারা গুজব ছড়িয়ে অথবা ইস্‌কনকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসকনের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী কমিটির সদস্য বিমলা প্রসাদ দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবীগঞ্জে ৪০ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিলো শেভরন বাংলাদেশ

নবীগঞ্জে ৪০ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিলো শেভরন বাংলাদেশ