মাধবপুর (হবিগঞ্জ) ২ নভেম্বর : মাধবপুরে বিয়ে বাড়িতে ডাকাতির প্রস্ততিকালে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য মোস্তফা বাবু (৩৫) কে বড় একটি কিরিচসহ আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ব্রাহ্মনবাড়িয়া,দাউদকান্দি,সরাইল ,হবিগঞ্জ ও লাখাই থানায় ৯টি ডাকাতির মামলা রয়েছে। মোস্তফা বাবু হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজনগ্রামের সহিদুল্লাহ ছেলে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার বাখড়নগর গ্রামের এখলাছুর রহমানের বাড়িতে একটি বিয়ে ছিল। বিয়ে বাড়িতে ডাকাতি করার উদ্দ্যেশে আন্তঃজেলা ডাকাতদলের সসদ্য মোস্তফা বাবু সহ ৭/৮জনের একটি ডাকাত দল শুক্রবার দিবাগত গভীর রাতে প্রস্ততি নিয়ে বাড়ির অদূরে অবস্থান নেয়। বিষয় আচঁ করতে পেরে বাড়ির লোকজন জুড়ো হয়ে সুর চিৎকারে দিলে গ্রামবাসী ধাওয়া করে কুখ্যাত ডাকাত মোস্তফা বাবু কে একটি ধারালো কিরিচ সহআটক করলেও অন্য সহযোগি ডাকাতরা পালিয়ে যায়। গ্রামবাসীর উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এব্যাপারে একটি ডাকাতি প্রস্ততি মামলা হয়েছে। চিকিৎসা দিয়ে ধৃত মোস্তফা বাবু কে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan