আমেরিকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনা : ওয়েইন কাউন্টির স্লেজিং হিল বন্ধ করে দেওয়া হয়েছে মিশিগানের সর্বকালের তুষারপাতের  রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে ক্যান্টন এবং ওয়েইনে পুলিশের অভিযান : মেথসহ ১ জন গ্রেফতার  ডেট্রয়েট ২ ব্যক্তির বিরুদ্ধে ২৫টিরও বেশি গাড়ি চুরির অভিযোগ  ঝিনাইদহে শীর্ষ চরমপন্থি নেতা হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যা ক্লিনটনে ডোনাট স্টোরের কর্মীর গুলিতে এক সশস্ত্র ডাকাত নিহত ম্যাকম্ব টাউনশিপে গ্যাস স্টেশনে ডাকাতি, ৫ জন গ্রেফতার গৌরব-প্রেরণার একুশ আজ জেনেসি কাউন্টির ডেপুটি বরখাস্ত হ্যাজেল পার্কে ইন্টারস্টেট ৭৫-এ দুর্ঘটনায় টেক্সাসের এক নারী নিহত বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি নোয়াখালীতে মাজারে হামলা-ভাঙচুর  মধ্যরাতে ঢাকায় যৌথবাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২ সাউথফিল্ড হোটেলে কিশোর হত্যার তদন্ত থমকে গেল মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ড. শাহীন হাসান সাউথফিল্ড ফ্রিওয়েতে রোলওভার দুর্ঘটনায় চালকের মৃত্যু করের অর্থে ট্রাম্পের অভিষেকে যোগ দেন হ্যামট্রাম্যাকের মেয়র ও তিন কাউন্সিলম্যান টরেন্টো বিমানবন্দরে যাত্রীসহ উল্টে গেল ডেল্টা জেট, আহত ১৮ মিশিগানে কনজ্যুমারস এনার্জি প্ল্যান্টে আগুন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে স্টার্লিং হাইটস

ড. ইউনূস ও উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে লন্ডনে যুবলীগের সমাবেশ 

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন
ড. ইউনূস ও উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে লন্ডনে যুবলীগের সমাবেশ 
লন্ডন, ১৩ নভেম্বর : যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর পরিষদের উপদেষ্টাদের পদত্যাগ ও বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ নভেম্বর সোমবার সন্ধ্যায় লন্ডনের একটি হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান ও যুগ্ম সম্পাদক জামাল খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জান চৌধুরী। তিনি বলেন, সাংবিধানিকভাবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি যাকে ধরেন ছাড়েন না। তাঁকে দূরে দিয়ে যারা অন্তর্বর্তী সরকার নামে সরকার গঠন করেছে তাদের বিচার হবে। সুদখোর ইউনূস ও তার সহযোগীদের দ্রুত পদত্যাগ করতে হবে। এদের বিচার বাংলার মাটিতে হবে। 

যুক্তরাজ্য যুবলীগের সাবেক এ সভাপতি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর ভূমিকা পালন করবে যুক্তরাজ্য যুবলীগ। অতীতের ন্যায় যুক্তরাজ্য যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যান গার্ড হিসেবে কাজ করবে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অগণতান্ত্রিক আখ্যায়িত করে তিনি আরও বলেন, ড. ইউনূস একজন রক্তচোষা সুদখোর। এই সুদখোর, রাষ্ট্রদ্রোহী, মানবাধিকার হরণকারী ও গণহত্যাকারীর বিচার বাংলার মাটিতে হবে। ড. ইউনূসসহ তার অবৈধ উপদেষ্টারা যাতে দেশ থেকে পালাতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। এরা যাতে পালাতে না পারে সেজন্য বিমানবন্দর ও স্থলবন্দর পাহারা দিতে হবে। এদের বিচার বাংলার মাটিতে হবেই হবে।’ তিনি দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়েছেন।

 বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, হরমুজ আলী, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক কবি মাসুক ইবনে আনিস, যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ তারিফ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক আনসারুল হক, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি যথাক্রমে আফজল হোসেন, মো. ফিরোজ, নজরুল ইসলাম, মাহবুব আহমদ, আখতার আহমেদ, যুগ্ম সম্পাদক যথাক্রমে দিলওয়ার হোসেন লিটন, ফজলুর রহমান ফয়েজ, জুবায়ের আহমদ, মতবির আলী চুন্নু, হাফিজুর রহমান সেলিম, সৈয়দ শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, প্রচার সম্পাদক মো. আয়াছ, যুবলীগ নেতা দোলন আহমদ, দুলাল আহমদ, আহমদ চৌধুরী নাজিম, আওয়ামী লীগ নেতা রাজ্জাক মোল্লা, রফিক উল্লা, লন্ডন যুবলীগের সভাপতি তারেক আহমদ, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমন, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জয় প্রমুখ। যুক্তরাজ্য আওয়ামী লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের বিভিন্ন শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন প্লেকার্ড, জাতীয় পতাকা নিয়ে সমাবেশে যোগদান করেন এবং বিভিন্ন শ্লোগানে হল এলাকা প্রকম্পিত করে তোলেন। সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান সমাবেশে আগত সকল স্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি  সভা ও মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠিত

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি  সভা ও মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠিত