আমেরিকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ধীর অভিবাসন সত্ত্বেও মিশিগানে জনসংখ্যা বৃদ্ধি গ্র্যান্ড র‍্যাপিডসে গুলিতে নারীসহ তিনজন নিহত ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ছাত্রাবাসে গুলি যুক্তরাষ্ট্রের বাজারে ২০% শুল্কে ছাড় পেতে পারে বাংলাদেশ চট্টগ্রামে ওয়ার সেমেট্রি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ‘সুপার ড্রাঙ্ক’ গাড়ি দুর্ঘটনা : মিশিগানে ফেডারেল জজ বিচারের মুখোমুখি ডেট্রয়েটে দুই অগ্নিকাণ্ডে দুজন নিহত পোলার ভর্টেক্সের দাপট : মিশিগানজুড়ে তীব্র ঠান্ডা, স্কুল বন্ধ ট্যাক্স মৌসুমে প্রবেশ করল যুক্তরাষ্ট্র মেডিকেড প্রতারণা : সাগিনাওয়ের প্রাক্তন চিকিৎসক বিচারের মুখোমুখি মিশিগানে হিমশীতল আবহাওয়ায় নিখোঁজের পর মিলল তরুণের মরদেহ

সিলেটে বিনতা দেবী'র 'স্টেশনে রোদেলা' গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ১৬-১১-২০২৪ ১২:৩০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৪ ১২:৩০:৪৭ পূর্বাহ্ন
সিলেটে বিনতা দেবী'র 'স্টেশনে রোদেলা' গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 
সিলেট, ১৬ নভেম্বর : মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর সাবেক অধ্যক্ষ প্রফেসর পান্না রাণী রায় বলেছেন, বিনতা দেবী বহুমাত্রিক অধিকারিণী একজন নারী। তিনি শিক্ষকতা, সমাজসেবা এবং সাহিত্যে অবদান রেখে চলেছেন। তাঁর রচিত 'স্টেশনে রোদেলা' গ্রন্থের প্রতিটি গল্পে সমাজের জন্য একটি মেসেজ আছে। তিনি তাঁর সৃজনশীলতার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবেন।
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং বুনন প্রকাশন-এর যৌথ উদ্যোগে শিক্ষক, সমাজসেবক ও গল্পকার বিনতা দেবী'র 'স্টেশনে রোদেলা' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়-এর সভাপতিত্বে শুক্রবার (১৫ নভেম্বর) জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাসসের সিলেট ব্যুরো চিফ গল্পকার সেলিম আউয়াল, সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুনন প্রকাশন'র স্বত্বাধিকারী লেখক ও সাহিত্য সমালোচক খালেদ-উদ-দীন।
কবি পৃথ্বীশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি ও সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি সেনুয়ারা আক্তার চিনু, অর্থ সম্পাদক কবি শহিদুল ইসলাম লিটন, কবি রোকসানা বেগম, কবি কামাল আহমদ, কবি ইসমত আরা খান মুক্তা, গল্পকার তাসলিমা খানম বীথি, কবি জালাল জয়, কবি ও প্রাবন্ধিক আব্দুল বাছিত, কবি সাদ্দাম হোসেন জুনেদ, কবি নিরঞ্জন চন্দ্র চন্দ প্রমুখ।
মোড়ক উন্মোচনে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কাওসার আরা বেগম এবং গীতা পাঠ করেন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা গীতিকবি উত্তম কুমার চৌধুরী।
সম্মানিত অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাসসের সিলেট ব্যুরো চিফ গল্পকার সেলিম আউয়াল বলেন, গল্পকার বিনতা দেবী'র প্রতিটি গল্পের প্লট বাংলাদেশ। তিনি সুদূর আমেরিকায় থেকেও দেশের কথা চিন্তা করেন। তাঁর গল্পে তিনি সামাজিক মানুষের জীবনব্যবস্থা ও নানামাত্রিক টানাপোড়েন তুলে ধরেন।
সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী বলেন, বিনতা দেবী শিক্ষক হিসেবে যেমন ভালো ছিলেন, লেখক হিসেবেও তিনি সৃজনশীলতাকে ধরে রেখেছেন। তাঁর প্রতিটি গল্পের একটি বিশেষত্ব আছে।
অনুভূতি প্রকাশ করে 'স্টেশনে রোদেলা' গ্রন্থের লেখক বিনতা দেবী বলেন, মানুষের বাস্তব জীবনের বিভিন্ন অবস্থা, বোধ, পারিপার্শ্বিকতা এবং নানামাত্রিক রঙ-ঢঙকে আমার লেখায় তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আরো সমৃদ্ধ সাহিত্যচর্চা করতে পারি।
সভাপতির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় বলেন, বিনতা দেবী অত্যন্ত নিবেদিতপ্রাণ লেখিকা। তিনি সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখবেন, এটাই প্রত্যাশা করি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথফিল্ডে অ্যাপার্টমেন্টে আগুন : ২৭ বাসিন্দা গৃহহীন

সাউথফিল্ডে অ্যাপার্টমেন্টে আগুন : ২৭ বাসিন্দা গৃহহীন