লন্ডন, ২৬ এপ্রিল : অর্গ্যানেইজেশন্ ফর দ্য রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড ন্যাশনস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি তোজাম্মেল টনি হক এমবিই ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী পবিত্র ঈদুল ফিতর-এর শুভলগ্নে এক শুভেচ্ছা বার্তায় প্রিয় স্বদেশবাসী, বিশ্ব বাঙালি সম্প্রদায়, মুসলিম উম্মাহ এবং সর্বোপরি অর্গ্যানেইজেশন্ ফর দি রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দি ইউনাইটেড ন্যাশনস এর সকল চাপ্টারের কর্মকর্তা ও সদস্যদের প্রতি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়েছেন।
অপর এক বিবৃতিতে মৌলভীবাজারের প্রবীণ আইনজীবী, লেখক-গবেষক সৈয়দ জয়নাল আবেদীনের মৃত্যূতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে অর্গ্যানিজেশন্ ফর দি রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দি ইউনাইটেড ন্যাশনস। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক রাষ্ট্রদূত তোজাম্মেল টনি হক এমবিই এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী এক শোক বার্তায়, মৌলভীবাজার এর প্রবীণ আইনজীবী ও লেখক গবেষক সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেন, মৌলভীবাজারের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আইন অঙ্গনসহ সামাজিক উন্নয়নে সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেটের ইতিবাচক অবদান রয়েছে। তাই সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে তিনি ছিলেন সমাদৃত।
নেতৃবৃন্দ মরহুম সৈয়দ জয়নাল আবেদীনের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের জানাজায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অংশগ্রহন করেন কেন্দ্রীয় কমিটির প্রেস এন্ড পাবলিটি সেক্রেটারি শেখ মফিজুর রহমান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan