চট্টগ্রাম, ২৭ নভেম্বর : লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামের চতুর্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে চতুর্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চতুর্থ দফা গ্রামের বাড়ির জানাজাও জনসমুদ্রে পরিণত হয়। এ সময় দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষকে আইনজীবী আলিফের জানাজায় শরিক হতে আসেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আদালত ভবন চত্বরে। সাড়ে ১১টার দিকে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়েরে মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। চতুর্থ জানাজার আগে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আলিফের পিতা জামাল উদ্দিন। এসময় সন্তান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন তিনি।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন তিনি। পরবর্তীতে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলন চলাকালে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan