ঢাকা, ৬ ডিসেম্বর : ‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’সহ এমন একাধিক কিংবদন্তি গানের গীতিকার ও সুরকার আবু জাফার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আবু জাফরের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোক–গবেষক সাইমন জাকারিয়া।
আবু জাফর একাধারে গীতিকার, সুরকার, কবি ও কণ্ঠশিল্পী। পেশাগতজীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন।
আবু জাফর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন। তার রচিত বেশিরভাগ গানের সুর ও কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan