ডেট্রয়েট, ৮ ডিসেম্বর : আজ রোববার রোমুলাস আই -২৭৫ এ একক গাড়ি দুর্ঘটনায় একজন নিহত এবং অন্যজন আহত হয়েছে। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে রোমুলাসের আই-৯৪ এর কাছে ইন্টারস্টেট ২৭৫ এ দুর্ঘটনা ঘটে। মিশিগান রাজ্য পুলিশের সেকেন্ড ডিস্ট্রিক্টের এক টুইট বার্তায় বলা হয়েছে, ২০২১ সালের ফোর্ড এজ গাড়িটি আই-২৭৫ দিয়ে উত্তর দিকে যাওয়ার সময় চালক রাস্তার একটি কংক্রিটের সেতুর স্তম্ভে ধাক্কা মারেন। এতে গাড়িতে আগুন ধরে যাওয়ায় চালক গাড়ি থেকে নামতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই চালককে মৃত বলে ঘোষণা করা হয়। সামনের আসনের যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং চালকের পরিচয় শনাক্ত করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan