হবিগঞ্জ, ৮ ডিসেম্বর : জাপানী উন্নয়ন গবেষক তেৎসুও সুৎসুই ৩৮ বছর যাবৎ কাজ করছেন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে। হবিগঞ্জের হাওর এলাকায় জাইকার সহায়তায় তার প্রতিষ্ঠান শেয়ার দ্য প্ল্যানেট এসোসিয়েশন স্থানীয় এনজিও এসেড এর মাধ্যমে বাস্তবায়ন করছে একটি প্রকল্প। এবার তেৎসুও সুৎসুই এগিয়ে এসেছেন হাওর এলাকায় গবেষনার কাজে। তার সহায়তায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজোর গ্রামে নির্মাণ হচ্ছে ‘সুৎসুই সান হাওর রিসার্চ এন্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার’। জাপানী ভাষায় প্রতিষ্ঠানটির নাম ‘ মিরানি নো দিইচি’। তেৎসুও সুৎসুই এর নামেই হচ্ছে এই প্রতিষ্ঠান। ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা।
রবিবার বিকেলে প্রধান অতিথি হিসাবে এই গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জাপানের শেয়ার দ্য প্ল্যানেট এসোসিয়েশনের চেয়ারপারসন তেৎসুও সুৎসুই, প্রকল্প পরিচালক আকিরা ইদা, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, আঞ্চলিক কার্যালয়হবিগঞ্জের পিএসও এবং প্রধান ড. হীরেন্দ্র নাথ বর্ম্মন, এসেডএর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan