মাধবপুর, (হবিগঞ্জ) ১২ ডিসেম্বর : মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুববার দুপুরে মাধবপুর থানা পুলিশ তাদের হবিগঞ্জ আদালতে পাঠিয়েছে।
এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেন। ধৃত ব্যাক্তিরা হলো, ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার আগরতলা রেলস্টেশন এলাকার মৃত উপেন্দ্র পালেরপুত্র প্রদীপ পাল (৫০), রানীর খামার গ্রামের অমূল্য বিশ্বাসের পুত্র অজিত বিশ্বাস (৪০) ও সিধাই থানার গোপালনগর গ্রামের মৃত প্রিয়ারী মোহন দাসের পুত্র সমীর দাস (৩০)। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের বিজিবি মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan