হবিগঞ্জ, ১২ ডিসেম্বর : চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামের মেধাবী ছাত্রী জবা। লেখাপড়া শেষ করে আর্থমনবতার সেবায় নিজেকে বিলিয়ে দিবে এই স্বপ্ন ছিল তার। কিন্তু এখন নিজেই অন্যের সেবা পাওয়ার প্রত্যাশায় প্রহর কাটে তার। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে থমকে গেছে এগিয়ে যাওয়ার স্বপ্ন। কিন্তু জবার এই স্বপ্নকে বাচিয়ে রাখতে এগিয়ে এসেছেন অনেকেই। এমনকি ক্যান্সার জেনেও ইসমাইল নামক এক যুবক বিয়ে করেছেন তাকে। ব্যয় বহুল চিকিৎসার টাকা যোগাতে এখনও অনেকেই এগিয়ে আসলেও প্রত্যাশিত পরিমাণ টাকা এখনও পাওয়ার কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে তার চিকিৎসার টাকা যোগান দিতে এবার এগিয়ে এসেছে নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব। হবিগঞ্জ ক্লার্বেধসঢ়; উদ্যোগে সাড়া দিয়ে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫ এর ৪টি ক্লাবের যৌথ প্রজেক্ট থেকে জবাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ৮ সিম্বের বিকেলে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনির বাসায় এক অনুষ্ঠানে জবার হাতে অনুদানের টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি,সেক্রেটারি এডভোকেট তাহমিনা খান, আই পি পি মাহফুজা আক্তার ডলি, ভাইস প্রেসিডেন্ট -১ মোছাঃ রওশনারা আক্তার, ট্রেজারার রায়হানা বেগম, পাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, সদস্য সালমা সুলতানা পলি প্রমুখ।
যৌথ প্রজেক্টে অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো, ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ, ইনার হুইল ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা, ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রো এবং ইনার হুইল ক্লাব অব দিলকুশা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan