মাধবপুর, (হবিগঞ্জ) ১৮ ডিসেম্বর : মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
ধৃত ছাত্রলীগের কর্মীরা হলো, উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকারের পুত্র দিপংকর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার পুত্র মো: খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের পুত্র সাদ্দাম হোসেন (৩০)। ধৃত ব্যক্তিরা সহ আরও কয়েকজন সোমবার গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতিয়াইন ইউনিয়ন শাখার ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে শহীদ মিনারে ফুল দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত তাদের আটক করেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করে বলে বুধবার সকালে তাদের হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan