আমেরিকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুগপৎ সঙ্গীদের বার্তা দেবে বিএনপি, শনিবার থেকে বৈঠক শুরু উপদেষ্টা হাসান আরিফ আর নেই ডেট্রয়েটে অ্যামাজন ডেলিভারি ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫ ঐক্যবদ্ধ থাকুন, নইলে আধিপত্যবাদ যেকোন অঘটন ঘটিয়ে ফেলবে পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে গাড়ি উল্টে আহত চালক ব্লু ওয়াটার ব্রিজে এক হাজার পাউন্ডের বেশি কোকেন জব্দ  সাউথফিল্ড ফ্রিওয়েতে রোড রেইজের ঘটনায় গাড়িতে গুলি; সন্দেহভাজন আটক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেখছি না : বদিউল আলম ডেট্রয়েট ক্যান্সার সেন্টার বাড়িতে লিভার ক্যান্সারের চিকিৎসায় নতুন ডিভাইস উন্মোচন করেছে মোদির বিতর্কিত পোস্ট : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার দশ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেন বাবর ঢামেকেও সাদ-জুবায়েরপন্থিদের সংঘর্ষ, সেনাবাহিনী-পুলিশ মোতায়েন টঙ্গীতে বিজিবি মোতায়েন ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন নয়, ফিরলো তত্ত্বাবধায়ক-গণভোট নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন : সিইসি ‘ডে লাইট সেভিং টাইম’ বন্ধ করতে চান ট্রাম্প ইউনিভার্সিটি অফ মিশিগানের শীর্ষ ডিইআই কর্মকর্তা বরখাস্ত  স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, নেওয়া হয়েছে সিএমএইচ

আজিজুল আম্বিয়া পেলেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা 

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১১:০৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১১:০৯:১৬ পূর্বাহ্ন
আজিজুল আম্বিয়া পেলেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা 
নারায়নগঞ্জ, ১৯ ডিসেম্বর : জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জে কবি আরিফ মঈনুদ্দীনের সভাপতিত্বে শতাধিক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব ২০২৪। গত ১৪ ডিসেম্বর শনিবার নবীন ও প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠানে ছিল আলোচনা, স্বরচিত লেখাপাঠ, পুঁথিপাঠের আসর, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা ও নারায়ণগঞ্জ সাহিত্য সম্মাননা প্রদান। 
অনুষ্ঠানে সিলেটের মৌলভীবাজার জেলার কৃতিসন্তান ড. আজিজুল আম্বিয়া লেখক ও গবেষক হিসেবে অর্জন করেছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা। ড. আজিজুল আম্বিয়া মৌলভীবাজার জেলার রাজনগর থানার ধাইসার গ্রামের সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা : মৃত আব্দুল হাদী মাস্টার। মাতা : মৃত রহিমুন্নেছা জায়গীরদার। ছোটবেলা থেকে লেখালেখির হাতেখড়ি হলেও দেশপ্রেম, রাজনৈতিক ও মানবিক চেতনাবোধ থেকে বর্তমানে নিরন্তর লিখে যাচ্ছেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ভারত থেকে ২০২২ সালে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এছাড়া সাহিত্য ও সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজও করে যাচ্ছেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষি পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখেন। পেশাগত জীবনে লন্ডন প্রবাসী হয়েও দেশমাতৃকার ভালোবাসায় বাংলাভাষার কলম সৈনিক হিসেবে নিরলস লিখে যাচ্ছেন কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস ইত্যাদি। 

পেশাগত কাজের পাশাপাশি বর্তমানে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক  ভোরের কাগজ , দৈনিক বাংলাও ভারতের জয় বাংলা পত্রিকার  যুক্তরাজ্য প্রতিনিধি ও নিয়মিত কলাম লেখক। সমধারা সাহিত্য ম্যাগাজিনের উপদেষ্টা সম্পাদক , অনলাইন নিউজপোর্টাল ‘আজকের সিলেট ডটকম' এর  ব্যবস্থাপনা সম্পাদক, ইউ কে বাংলা প্রেস ক্লাবেরর সহ সভাপতি , জিরেনিয়াম স্কুল এন্ড কলেজ মৌলভীবাজারের ডাইরেক্টর, বিশ্বকবি মঞ্চের যুক্তরাজ্য শাখার কোষাধ্যক্ষ এবং মাসিক কাব্যকথা সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। তিনি পূর্ব ও পশ্চিম বাংলার কবিদের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘দাঁড়াও সমূহ বিষাদ’, ‘ভালোবাসার কবিতা’ দুটি কাব্যগ্রন্থও সম্পাদনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ভালোবাসার কাব্যগ্রন্থ ‘ভালোবাসার স্বপ্ন বিলাস’ ,উপমা ভালোবাসা , গবেষণাগ্রন্থ ‘গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অন্বেষণ’ এবং তার সম্পাদিত মুজিব দ্য গ্রেট ইতিমধ্যে বেশ প্রশংসা অর্জন করেছে । ড. আজিজুল আম্বিয়া বাংলাদেশের একজন কৃতিসন্তান। একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হয়েও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি, প্রকৃতি, খাল-বিল-হাওরের মাঝেই যেন তাঁর মন ও মানসের বিচরণ সবর্দা। ড. আজিজুল আম্বিয়া একাদারে একজন সমাজসেবক, শিক্ষানুরাগী, সাংবাদিক, কবি, গল্পকার, প্রাবন্ধিক, গবেষক ও কলাম লেখক। ইতোপূর্বে সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্মীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় সাহিত্য সম্মাননাসহ দেশে বিদেশে অনেক সম্মাননা ও পুরস্কার। 
তিনি সমধারা, সৈয়দ মুজতবা আলী পুরস্কার, জাতীয় সাহিত্য উৎসব-২৩ এবং বাংলাদেশ-ভারত মৈত্রী পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তারই ধারাবাহিকতায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব থেকে অর্জন করেছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা। ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শতাধিক কবি সাহিত্যিক সাংবাদিকদের উপস্থিতিতে প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার, অনুষ্ঠানের উদ্বোধক দৈনিক খবরের পাতার সম্পাদক এ্যাড. মাহবুবুর রহমান মাসুম, অনুষ্ঠানের প্রধান বক্তা শহীদ বুদ্ধিজীবীর সন্তান কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, বিশেষ অতিথি দৈনিক দেশের আলোর সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি, অনুষ্ঠানের সভাপতি কবি আরিফ মঈনুদ্দিনের হাত থেকে আজিজুল আম্বিয়ার পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন শিবির আহমেদ লিটন। 
এসময় আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কবি এস এ শামীম, নব্বইয়ের অন্যতম শক্তিমান কবি আল-হাফিজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি আবদুল হক চাষি। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাব্যকথা কুমিল্লা জেলা সভাপতি কবি আবদুল কাউয়ূম, ফরিদপুর জেলা সভাপতি কবি রোকন উদ্দিন। কাব্যকথা মুন্সিগঞ্জ জেলা সভাপতি কবি যাকির সাইদ। আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপুস্থিত ছিলেন কবি মুনীরুল ইসলাম, কবি আব্দুস সালাম চৌধুরী, কবি রেজাউল রেজওয়ান। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক কবি শফিকুল ইসলাম আরজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী সদস্য কবি কাজী আনিসুল হক। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি শিবির আহমেদ লিটন। কেন্দ্রীয় সহসভাপতি কবি শিপন হোসেন মানব, সহসাধারণ সম্পাদক ছড়াশিল্পী মোহাম্মদ বাদশা গাজী, নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি গল্পকার মোহাম্মদ আল মনির, কাব্যকথা খুলনা জেলার সাবেক সভাপতি হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক কবি আল মাসুম শেখ। 
বক্তব্য রাখেন এ্যড. মো: আমজাদ হোসেন, কবি মহিউদ্দিন আকবরকে নিয়ে স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন কবি কন্যা ফারিহা জাহান। উপস্থিত ছিলেন কবিকন্যা মৌরিন ফারজানা ও সাবিহা গুলশান। শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা প্রাপ্ত অন্যান্য গুণীজনেরা হলেন সাংবাদিক ও সংগঠক কবি রণজিৎ মোদক। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য মতিউর রহমান মনির। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য এ্যাড. শামীমা আক্তার শিউলী। কবি মহিউদ্দিন আকবরকে নিবেদিত ও নারায়ণগঞ্জ বিষয়ক কবিতা পাঠ করেন কবি নজরুল ইসলাম শান্তু, কবি আবুল কালাম আযাদ, কবি লিলি আক্তার, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি জয়নুল আবেদীন জয়, কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি মামুন বাবুল, কবি রুহুল আমিন রুদ্র, কবি এস এম বিপ্লব, কবি নাজমূল হোসাইন খান, কবি আল আশরাফ বিন্ধু, কবি শামীমা আক্তার শিউলি, কবি জান্নাতুল কাউছার অর্ণি, কবি রুকসানা মহুয়া, কবি রাজিয়া মাকছুদা, ছড়াকার মোখলেছুর রহমান তোতা, ছড়াকার সালাউদ্দিন আমির, কবি সুহানুল কবির সোহান, কবি নূরজাহান নীরা, কবি আবদুল লতিফ, কবি খান মাহমুদ, কবি সামিরা সিদ্দিকী, কবি মণি নাজনীন, কবি শাহাজাদা সেলিম, কবি সাইদুল ইসলাম, কবি মোসিন শেখ, কবি হালিম মুসা প্রমূখ।
 আরো উপস্থিত ছিলেন কবি গল্পকার ও নাট্য অভিনেতা এস এম শাহাবুদ্দীন, কবি ও কথাশিল্পী চঞ্চল মেহমুদ কাশেম, প্রাবন্ধিক ফরিদুল মাইয়ান, কবি জহিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে জান্নাতুল আদন অর্পা, অনুষ্ঠান উপস্থাপন করেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক  কবি রোকসানা মহুয়া, অনুষ্ঠান গ্রন্থনা ও পুথিপাঠ করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি জালাল খান ইউসুফী।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সভা অনুষ্ঠিত

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সভা অনুষ্ঠিত