আমেরিকা , সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ না হলে আ. লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই : সিইসি টেকনাফে ১৯ বনকর্মীকে অপহরণ স্বামীর প্রাণে বাঁচার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু গ্যাটজ রিপোর্টের পর যৌনকর্মকে অপরাধমুক্ত করার আহ্বান জানালেন থানাদার বৃষ্টির জেরে মেট্রো ডেট্রয়েটে ছোটখাটো বন্যা হতে পারে, বলছে আবহাওয়া দফতর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: প্রেস সচিব ৩১ ডিসেম্বর আ’লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে : হাসনাত আব্দুল্লাহ মিশিগানের শিক্ষার ক্রম আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে মনরো কাউন্টিতে ডেপুটির গুলিতে নিহত হামলাকারী ওয়ারেনের বাড়িতে বন্দুকধারীর গুলিতে নিহত ২ ডেট্রয়েটের মেয়র পদে  প্রার্থী হচ্ছেন সন্তিল জেনকিন্স  ওকল্যান্ড টাউনশিপে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩ ডেট্রয়েট পার্কে প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের জন্য তিন গ্যাং নেতার কারাদণ্ড ডেট্রয়েটের ডাউনটাউনে হানুক্কা ইভেন্ট অন্ধকারকে জয় করেছে আলো মিশিগানে বার্ড কাউন্ট ১২৫তম বার্ষিকীতে পদার্পন মর্টগেজ স্কিমে অবৈধ কিকব্যাক, রকেট কোম্পানির বিরুদ্ধে মামলা বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ড ডেট্রয়েটে আই-৯৪ ফ্রিওয়েতে নারী গাড়ি চালক গুলিবিদ্ধ : দুই শিশু  অক্ষত অক্সফোর্ড হাইস্কুলের কাছে ট্রিপল গুলি, আহত একজনের মৃত্যু ম্যাডিসন হাইটসে এক ব্যক্তির সন্দেহজনক মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০২:০০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০২:০০:২৮ পূর্বাহ্ন
গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সভা অনুষ্ঠিত
ওয়ারেন, ২১ ডিসেম্বর :  গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের এক সাধারণ সভা ১৫ ডিসেম্বর রোববার সন্ধ্যায় সংস্থার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেনের পরিচালনায় ওয়ারেন সিটির এক অভিজাত রেষ্টুরেন্ট রান্নাঘর দেশী কুইজিন এ অনুষ্ঠিত হয়। সভায় বিশদ আলোচনা ও পর্যালোচনান্তে বিপুল সংখ্যক সাধারণ সদস্যের উপস্থিতিতে সকলের সর্ব সম্মতিক্রমে অত্যন্ত জরুরী জনগুরুত্ত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়-                                                        
সভায় মিশিগানে বসবাসরত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত “গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান” এর কলেবর বর্ধিত করে কোম্পানীগন্জ উপজেলার প্রবাসীদেরকে সর্ব সম্মতিক্রমে সংগঠনের সাংবিধানিক নিয়ম অনুযায়ী সমমর্যাদার ভিত্তিতে অন্তর্ভূক্তি অনুমোদন করা হয়। অর্থাৎ সংগঠনটি অদ্য ১৫ ডিসেম্বর হতে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগন্জ উপজেলার সমন্বয়ে একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসাবে পূর্ণতা লাভ করে। 
সংগঠনের গঠনতন্ত্র সময় উপযোগী করার লক্ষে ৬০ কার্যদিবস সময় নিরূপিত করে ৭ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র পূনর্গঠন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন: মোস্তফা আনোয়ার ( জৈন্তাপুর )  আহবায়ক, এডভোকেট দীপক চৌধুরী ( গোয়াইনঘাট), শরীফ উদ্দিন  আহমদ (কানাইঘাট), হাজী আব্দুর রাকিব (কোম্পানীগন্জ), অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ      (গোয়াইনঘাট) এবং পদাধিকার বলে আবুল কালাম আজাদ  (সভাপতি), ইন্জিনিয়ার খাজা আফজাল হোসেন (সাধারণ সম্পাদক) কে নিয়ে কমিটি গঠন করা হয়।                                                          
সভায় সংগঠনের ক্রয়কৃত স্থাবর সম্পত্তি কবরের বর্তমান অবস্থা নিরুপনের জন্য  ৪৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিলের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃনৃন্দরা হলেন ইন্জিনিয়ার আনোয়ার হোসেন  (জৈন্তাপুর) আহবায়ক, . লুৎফুর রহমান (গোয়াইনঘাট), ওয়ালীউর রহমান (সাবেক সভাপতি কানাইঘাট),  হাজী মো: আব্দুর রকিব) কোম্পানীগন্জ)  জামালুর রহমান (জৈন্তাপুর) ।                    
সংগঠন কর্তৃক বিগত দিনে প্রেরিত গোয়াইনঘাট উপজেলায় স্থায়ী বৃত্তির বর্তমান প্রেক্ষাপট নিরুপনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক কে দায়িত্ব প্রদান করা হয় ।  সংগঠনের ২৫ বর্ষ পুর্তিতে রজত জয়ন্তী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের  ৪ জন সদস্য/ সদস্যা ও অভিভাকের মৃত্যুতে শোক প্রস্তাব ও দোয়া অনুষ্ঠিত হয়। পিকনিক ২০২৪ এর আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদিত হয় ।

সাধারণ সভায় বৃহত্তর জৈন্তিয়ার ৪টি উপজেলার (জৈন্তাপুর, কানাইঘাট , গোয়াইনঘাট ও কোম্পানীগন্জ ) বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফুর্ত ভাবে হ্রদয়ের টানে শুধু সংগঠনকে  ভালবেসে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা  ইন্জিনিয়ার মো: আনোয়ার হোসেন, মো: মোস্তফা  আনোয়ার, ও মো: লুৎফুর রহমান, গোলাম কিবরিয়া হেলাল (সাবেক চেয়ারম্যান), গোয়াইনঘাট এসোসিয়েশনের সভাপতি  অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, সেক্ররেটারী এডভোকেট দীপক চৌধুরী, কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দীন আহমদ, মো: সাব্বির আহমদ, গোলাম আজম মাসুক, দিলওয়ার হোসেন (সাবেক সেক্রেটারী), মো: রমিজ উদ্দীন (ট্রেজারার), মুফিজুর রহমান শাহাজান, মো: শহিদ আহমদ, কয়েছ আহমদ, আনোয়ার হোসেন, ইফতেখার আহমদ হেলাল, হেলাল আবেদীন, সাইফ উদ্দীন, রসেন্দ্র কে দাস, অধ্যাপক মোং আমিনুল হক, মোহাম্মদ শুয়াইব, নজরুল ইসলাম বদরুল, মো: আক্তার হোসেইন, জামালুর রহমান, তালহা বিন হেলাল, কয়েছ  আহমদ, মোং মুজিবুর রহমান, মোহাম্মদ ইসলাম,  খলিলুর রহমান, মো: আব্দুল খালিক, আবু কাওসার, আবুল হাসনাত, ফয়েজ আহমদ, এস এম জয়নাল আবেদীন, কোম্পানীগন্জ উপজেলার হাজী মোং আব্দুর রহিম, হাজী আব্দুর রকিব, মো: ফরিদ আহমদ, হাফিজ হিফজুর রহমান , ইয়াসিন আহমদ প্রমূখ । 
সভাকে সুন্দর, সফল ও স্বার্থক করার জন্য সংগঠনের পক্ষ থেকে সভাপতি আবুল কালাম আজাদ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবাইকে ইংরেজী নববর্ষের  অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার কাজ সমাপ্ত হয় ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দারুল উলূম ডেট্রয়েটের উদ্যোগে ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত 

দারুল উলূম ডেট্রয়েটের উদ্যোগে ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত