আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথগেটে বাড়িতে বিস্ফোরণে নিহত ১, আহত ১ বাংলাদেশসহ যেসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প  মিশিগানে দ্বিতীয় হামে আক্রান্ত রোগী শনাক্ত সিলেটে সাবেক এমপি ও মেয়রের বাসায় হামলা, ভাঙচুর প্রথমবার বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মো‌দী ওয়েইন কাউন্টি ট্রেজারার অফিস ভবনে বোমা হামলার হুমকি দুই দফা ভারী বৃষ্টিপাতের পর মেট্রো ডেট্রয়েটে বন্যার আশঙ্কা আজ ফার্মিংটন হিলসে বাড়িতে আগুন লেগে ৪ পুলিশ কর্মকর্তাসহ ১২ জন আহত নর্থ মিশিগানে ভয়াবহ তুষার ঝড় : ১০টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা  ইস্ট ডেট্রয়েটে অ্যাপার্টমেন্ট ভবনে সম্ভাব্য বিস্ফোরণে ১৩ জন আহত পথের ভুলে গুয়াতেমালার এক নারী নির্বাসনের মুখোমুখি ঐতিহাসিক তুষার ঝড়ে বিপর্যস্ত মিশিগানের উত্তরাঞ্চল, বিদ্যুৎহীন ৯০ হাজার মানুষ মিশিগানে এবার একইদিনে ঐক্যবদ্ধ  ঈদুল ফিতর উদযাপনে বাড়তি আনন্দ  যুক্তরাষ্ট্রে আজ ঈদ সৌদি আরবে ঈদ রোববার চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে কোটি কোটি ডলার কোভিড তহবিল প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন স্পিরিট এয়ারলাইন্স ডেট্রয়েট থেকে আরও ১৫টি নন-স্টপ রুট যোগ করেছে ওয়ারেনে গাঁজার দোকান খোলার অনুমতি দিল সিটি কাউন্সিল  শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০২:০০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০২:০০:২৮ পূর্বাহ্ন
গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সভা অনুষ্ঠিত
ওয়ারেন, ২১ ডিসেম্বর :  গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের এক সাধারণ সভা ১৫ ডিসেম্বর রোববার সন্ধ্যায় সংস্থার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেনের পরিচালনায় ওয়ারেন সিটির এক অভিজাত রেষ্টুরেন্ট রান্নাঘর দেশী কুইজিন এ অনুষ্ঠিত হয়। সভায় বিশদ আলোচনা ও পর্যালোচনান্তে বিপুল সংখ্যক সাধারণ সদস্যের উপস্থিতিতে সকলের সর্ব সম্মতিক্রমে অত্যন্ত জরুরী জনগুরুত্ত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়-                                                        
সভায় মিশিগানে বসবাসরত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত “গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান” এর কলেবর বর্ধিত করে কোম্পানীগন্জ উপজেলার প্রবাসীদেরকে সর্ব সম্মতিক্রমে সংগঠনের সাংবিধানিক নিয়ম অনুযায়ী সমমর্যাদার ভিত্তিতে অন্তর্ভূক্তি অনুমোদন করা হয়। অর্থাৎ সংগঠনটি অদ্য ১৫ ডিসেম্বর হতে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগন্জ উপজেলার সমন্বয়ে একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসাবে পূর্ণতা লাভ করে। 
সংগঠনের গঠনতন্ত্র সময় উপযোগী করার লক্ষে ৬০ কার্যদিবস সময় নিরূপিত করে ৭ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র পূনর্গঠন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন: মোস্তফা আনোয়ার ( জৈন্তাপুর )  আহবায়ক, এডভোকেট দীপক চৌধুরী ( গোয়াইনঘাট), শরীফ উদ্দিন  আহমদ (কানাইঘাট), হাজী আব্দুর রাকিব (কোম্পানীগন্জ), অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ      (গোয়াইনঘাট) এবং পদাধিকার বলে আবুল কালাম আজাদ  (সভাপতি), ইন্জিনিয়ার খাজা আফজাল হোসেন (সাধারণ সম্পাদক) কে নিয়ে কমিটি গঠন করা হয়।                                                          
সভায় সংগঠনের ক্রয়কৃত স্থাবর সম্পত্তি কবরের বর্তমান অবস্থা নিরুপনের জন্য  ৪৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিলের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃনৃন্দরা হলেন ইন্জিনিয়ার আনোয়ার হোসেন  (জৈন্তাপুর) আহবায়ক, . লুৎফুর রহমান (গোয়াইনঘাট), ওয়ালীউর রহমান (সাবেক সভাপতি কানাইঘাট),  হাজী মো: আব্দুর রকিব) কোম্পানীগন্জ)  জামালুর রহমান (জৈন্তাপুর) ।                    
সংগঠন কর্তৃক বিগত দিনে প্রেরিত গোয়াইনঘাট উপজেলায় স্থায়ী বৃত্তির বর্তমান প্রেক্ষাপট নিরুপনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক কে দায়িত্ব প্রদান করা হয় ।  সংগঠনের ২৫ বর্ষ পুর্তিতে রজত জয়ন্তী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের  ৪ জন সদস্য/ সদস্যা ও অভিভাকের মৃত্যুতে শোক প্রস্তাব ও দোয়া অনুষ্ঠিত হয়। পিকনিক ২০২৪ এর আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদিত হয় ।

সাধারণ সভায় বৃহত্তর জৈন্তিয়ার ৪টি উপজেলার (জৈন্তাপুর, কানাইঘাট , গোয়াইনঘাট ও কোম্পানীগন্জ ) বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফুর্ত ভাবে হ্রদয়ের টানে শুধু সংগঠনকে  ভালবেসে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সভায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা  ইন্জিনিয়ার মো: আনোয়ার হোসেন, মো: মোস্তফা  আনোয়ার, ও মো: লুৎফুর রহমান, গোলাম কিবরিয়া হেলাল (সাবেক চেয়ারম্যান), গোয়াইনঘাট এসোসিয়েশনের সভাপতি  অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, সেক্ররেটারী এডভোকেট দীপক চৌধুরী, কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দীন আহমদ, মো: সাব্বির আহমদ, গোলাম আজম মাসুক, দিলওয়ার হোসেন (সাবেক সেক্রেটারী), মো: রমিজ উদ্দীন (ট্রেজারার), মুফিজুর রহমান শাহাজান, মো: শহিদ আহমদ, কয়েছ আহমদ, আনোয়ার হোসেন, ইফতেখার আহমদ হেলাল, হেলাল আবেদীন, সাইফ উদ্দীন, রসেন্দ্র কে দাস, অধ্যাপক মোং আমিনুল হক, মোহাম্মদ শুয়াইব, নজরুল ইসলাম বদরুল, মো: আক্তার হোসেইন, জামালুর রহমান, তালহা বিন হেলাল, কয়েছ  আহমদ, মোং মুজিবুর রহমান, মোহাম্মদ ইসলাম,  খলিলুর রহমান, মো: আব্দুল খালিক, আবু কাওসার, আবুল হাসনাত, ফয়েজ আহমদ, এস এম জয়নাল আবেদীন, কোম্পানীগন্জ উপজেলার হাজী মোং আব্দুর রহিম, হাজী আব্দুর রকিব, মো: ফরিদ আহমদ, হাফিজ হিফজুর রহমান , ইয়াসিন আহমদ প্রমূখ । 
সভাকে সুন্দর, সফল ও স্বার্থক করার জন্য সংগঠনের পক্ষ থেকে সভাপতি আবুল কালাম আজাদ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবাইকে ইংরেজী নববর্ষের  অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার কাজ সমাপ্ত হয় ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে দুই মাসে ৬ টি ডাকাতি

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে দুই মাসে ৬ টি ডাকাতি