মাধবপুরে বাবার লাঠির আঘাতে ছেলে নিহত
-
আপলোড সময় :
৩০-০৪-২০২৩ ১০:০০:১২ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
৩০-০৪-২০২৩ ১০:০০:১২ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ৩০ এপ্রিল : মাধবপুরে মানসিক ভারসাম্যহীণ পিতার লাঠির আঘাত ছেলে রায়হান (১২) নিহত হয়েছে। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব ইঠাখোলা গ্রামে বোববার দুপুরে নৃশংস এ ঘটনা ঘটে। নিহত রায়হান পূর্ব ইঠাখোলা গ্রামের জাহির মিয়ার ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক প্রতিবেশীর বরাদ দিয়ে জানান, বোববার দুপুরে রায়হান ঘরে ঘুমাচ্ছিল।২টার দিকে তার মানসিক ভারসাম্যহীণ বাবা ঘরে ঢুকে কোন কিছু না বলেই ঘুমন্ত রায়হান ওপর চড়াও হয়। তিনি রায়হানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে ঘর থেকে বের হয়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ নিহত রায়হানের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক পিতা পলাতক রয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
কমেন্ট বক্স