সভায় আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা হয়। প্রেসক্লাব সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমকে আরো বেগবান করা এবং বাৎসরিক আনন্দ ভ্রমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া সভায় আগামী শনিবার (৭ জানুয়ারী) বার্ষিক মধ্যাহ্ন ভোজের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি সৈয়দ শাহেদুল হক, প্রাক্তন সভাপতি সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্যী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক আরটিভি'র যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামারুজ্জামান হেলাল, সহকারী সম্পাদক টিবিএন২৪ এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাংলাভিশন ও নিউইয়র্ক সময় পত্রিকার মিশিগান প্রতিনিধি সাহেল আহমদ জনকন্ঠের মিশিগান প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাংবাদিক দেওয়ান কাওসার প্রমুখ।

সৈয়দ শাহেদুল হক বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। লক্ষ প্রাণের তাজা রক্ত ও মা, বোনের সম্ভ্রমহানির মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল। যে লক্ষ নিয়ে ৭১ সালে বিজয় অর্জিত হয়েছিল তার ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারিনি। যার কারণে গণতন্ত্রের স্বাধীন যাত্রাপথে বার বার আমরা হোঁচট খেয়েছি এখনো খাচ্ছি। তিনি বলেন, বিজয়ের ৫৩ বছর পার হয়েছে তবুও দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এখনো সংগ্রাম করতে হচ্ছে। সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে দুর্নীতি, বৈষম্য, নির্যাতন থাকবে না। মানুষের ভোটাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। এই সমস্যাগুলো সমাধানের জন্য সকলের একসাথে কাজ করা উচিত।