ডেট্রয়েট, ৩০ ডিসেম্বর : ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম ডেট্রয়েট-এর উদ্যোগে ২৮ ডিসেম্বর শনিবার মসজিদুন নূর ডেট্রয়ট ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।
দারুল উলূম ডেট্রয়েটের হাফেজ মাওলানা নুরুল ইসলাম সুফিয়ানের সভাপতিত্বে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিভিন্ন তাত্ত্বিক দ্বীনি আলোচনার মধ্য দিয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা জাবেদ আহমদ ও মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা তাফাজ্জুল হক আমিনের সঞ্চালনায় উক্ত ইসলামিক কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন নিউইয়র্ক জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতীব হযরত মাওলানা মির্জা আবু জা'ফর বেগ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন নিউইয়র্ক-এর ইমাম ও খতীব মুফতি ইউসুফ চৌধুরী।
মহতি এই ইসলামিক কনফারেন্সে উপস্থিত ছিলেন, দারুল উলূম ডেট্রয়েট-এর মুহতামিম মুফতি খায়রুল আমিন, মসজিদুন নূর ডেট্রয়েট-এর ইমাম ও খতীব মাওলানা আবু সিদ্দিক, মুহাম্মাদিয়া মসজিদ ডেট্রয়েট-এর ইমাম ও খতীব মাওলানা শাহজাহান, বায়তুল মোকাররম মসজিদ ডেট্রয়েট-এর ইমাম ও খতীব হাফেজ মাওলানা আহমদ কাসিম, মসজিদুল ফাতহ ওয়ারেন-এর ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুল বাসিত, এমডা মসজিদ স্টালিং হাইটস-এর ইমাম ও খতীব মুফতি তা'জিম আহমদ খান প্রমুখ। উক্ত কনফারেন্সে মাদরাসার শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ এছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন সিটির বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে প্রোগ্রামটি প্রাণবন্ত হয়ে উঠে। পরিশেষে মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দুআর মাধ্যমে কনফারেন্স সমাপ্ত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan