সিলেট, ৫ জানুয়ারী : তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ এই নতুন বাংলাদেশ প্রস্তুত পরিবর্তনের পথে এগিয়ে যেতে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আদিবাসী প্রমিলা ফুটবল উৎসব-২০২৫ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সিলেট বিভাগীয় ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সহযোগিতায় প্রমিলা ফুটবল উৎসব এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে জাফলংয়ের নকশিয়া পুঞ্জি মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল উৎসবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট জেলার ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নুর হোসেন, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, আদিবাসী নেতৃ নেরুলা তংসন, নকশিয়া পুঞ্জির হেডমেন ওয়েলকাম লম্বাসহ স্থানীয় জন প্রতিনিধি, রাজনীতিবিদ, আদিবাসী ও ক্রীড়াবিদরা। জমজমাট এ ফুটবল উৎসবে নতুন কুড়ি প্রমিলা ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জুম্মন নশাই ফুটবল একাডেমি। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan