ঢাকা,৭ জানুয়ারী : চার দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াু ভারত, নেপাল, ভুটান ও চিনে অনুভুত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক সকাল ৭টা ০৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপাল। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। বাংলাদেশে ভূ-কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan