আমেরিকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ আমরা মিশিগানের জন্য বিজয় নিয়ে বাড়ি আসব : ট্রাম্প  হুইটমারের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, তবে গাড়ি শুল্ক থেকে পিছু হটেননি ইউনিভার্সিটি অব মিশিগানের ২২ শিক্ষার্থীর ভিসা, আইনি বসবাসের মর্যাদা বাতিল র‍্যাপ শিল্পী সাদা বেবি গ্রেপ্তার আজ ট্রাম্পের সাথে সাক্ষাত করবেন গভর্নর হুইটমার  মিশিগানের অন্তত ৫টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্র ভিসা বাতিলের সাথে লড়াই করছে বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে বান্ধবীর কিশোরী মেয়েকে ধর্ষণ, ফ্লিন্টের এক ব্যক্তি যাবজ্জীবন কারাদন্ডের মুখোমুখি সাউথফিল্ডের প্লাম হলো মার্কেটে অগ্নিকাণ্ড ঢাকায় যাচ্ছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাটের ঘটনায় সারাদেশে গ্রেপ্তার ৪৯ ইউএম আন্তর্জাতিক ছাত্রের ভিসা 'বিনা নোটিশে' বাতিল ডেট্রয়েটে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার ডেট্রয়েট বিমানবন্দরে ডিয়ারবর্নের আইনজীবীকে আটকে জিজ্ঞাসাবাদ বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি শুল্ক ৩ মাস স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের ডেট্রয়েটের গলিতে পোড়া গাড়ি থেকে তিন লাশ উদ্ধার
টানা তৃতীয় হার সিলেটের 

ঢাকাকে হারিয়ে রংপুর রাইডার্সের টানা পঞ্চম জয়

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:২৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:২৩:৫৬ অপরাহ্ন
ঢাকাকে হারিয়ে রংপুর রাইডার্সের টানা পঞ্চম জয়
সিলেট,৭ জানুয়ারী : বোলারদের দারুণ নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে টানা পঞ্চম ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স। মঙ্গলবার ৭ জানুয়ারি নিজেদের পঞ্চম ম্যাচে রংপুর ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। ৫ ম্যাচের সবগুলোতেই জিতলো রংপুর। অপরদিকে চার ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি ঢাকা ক্যাপিটালস। 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। ব্যাট হাতে নেমে ঢাকাকে ৩ ওভারে ২৮ রানের শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জেসন রয়। চতুর্থ ওভারের শুরুতে আকিফ জাভেদের বলে আউট হন ৩টি চারে ১৪ রান করা সোহান। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে রয়ের সাথে রানের গতি ধরে রাখেন তিন নম্বরে নামা তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে ১৮ বলে ২৬ রানের জুটি গড়েন তারা। পাওয়ার প্লেতে ঢাকাকে ৫৪ রান এনে দিয়ে ৮ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন রয় ও তানজিদ। ২টি চার ও ১টি ছক্কায় ১২ বলে রয় ১৮ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২০ রান করেন তানজিদ।
প্রথম তিন ম্যাচে ওপেনার হিসেবে ৩৩ রান করা লিটন এবার ব্যাট হাতে চার নম্বরে নামেন। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তিনি। রংপুরের পেসার নাহিদ রানার প্রথম শিকার হয়ে ৯ রানে আউট হন লিটন। 

লিটনের মত মিডল অর্ডারের অন্য ব্যাটাররাও ব্যর্থ হয়েছেন। এবারের আসরে প্রথম খেলতে নেমে সাব্বির রহমান ২ ও মোসাদ্দেক হোসেন ১২ এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক থিসারা পেরেরা খালি হাতে ফিরেন। ফলে ৯৮ রানে ৮ উইকেট হারায় ঢাকা। তবে আলাউদ্দিন বাবুর ১৬ রানের সুবাদে ১’শ রানের গন্ডি পেরোতে পারে ঢাকা। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ১১১ রানে অলআউট হয় ঢাকা। 
বল হাতে রংপুরের রানা ২১ রানে ৩টি, আকিফ ও খুশদিল শাহ ২টি করে উইকেট নেন। স্পিনার মাহেদি হাসানের ঝুলিতে ছিলো ১ উইকেট। এই শিকারে রংপুরের জার্সিতে সর্বোচ্চ ৩৮ উইকেটের মালিক এখন মাহেদি। ৩৭ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন দলটি শিরোপা জয়ী সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 
১১২ রানের জবাবে চতুর্থ ওভারেই উইকেট হারায় রংপুর। ৫ রানে থামেন ওপেনার আজিজুল হাকিম। দ্বিতীয় উইকেটে ৩০ বলে ৪৪ রানের ঝড়ো জুটি গড়েন আরেক ওপেনার অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। বড় ইনিংসের আভাস দিয়ে ১১ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন তারা। 
৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৪৪ রানে আউট হন গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সেঞ্চুরি হেলস। সাইফ থামেন ১৩ রানে। সিলেটের বিপক্ষে ১০১ বলে ১৮৬ রানের জুটি গড়েছিলেন হেলস ও সাইফ।
দলীয় ৭২ রানের মধ্যে হেলস ও সাইফ ফেরার পর চতুর্থ উইকেটে ২১ বলে অবিচ্ছিন্ন ৪১ রান করে রংপুরের জয় নিশ্চিত করেন পাকিস্তানের দুই ব্যাটার ইফতিখার ও খুশদিল। 
৪টি চার ও ১টি ছক্কায় খুশদিল ১৩ বলে অপরাজিত ২৭ এবং ইফতিখার ৯ রানে অপরাজিত থাকেন। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রংপুরের রানা। 
দিনের অপর খেলায় বরিশালের কাছে স্বাগতিকদের হার। নিজেদের মাটিতে প্রথম থেকে সুবিধা করতে পারছেননা সিলেট স্ট্রাইকার্স। নিজেদের মাঠে আজ পর্যন্ত তিনটি খেলাতেই হেরেছেন স্বাগতিকরা। সিলেট আসরে স্বাগতিকদের আর তিনটি খেলা বাকি আছে। স্বাগতিক সমর্থনরা জানান বাকি তিনটি খেলায় সিলেট অবশ্যই ভাল খেলা উপহার দিবে আমাদের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ