আমেরিকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেলবি টাউনশিপে নারীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন হেফাজতে ডেট্রয়েটে গুলিবর্ষণে বাবা নিহত, ছেলে আহত মিশিগানের রাস্তায় জগন্নাথের রথ : ভক্তিতে ভাসলো শহর মিশিগানে হবিগঞ্জবাসীর মিলনমেলায় প্রাণের উৎসব ডিয়ারবর্নে ওয়ার্ড-ভিত্তিক কাউন্সিল কাঠামোর আবেদন ঘিরে স্বাক্ষর বিতর্ক আমেরিকা থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ, সমঝোতা চুক্তি সই সাংস্কৃতিক পরিবেশনায় শুরু, আমিরের  বক্তব্যে শেষ জামায়াতের জাতীয় সমাবেশ সাংস্কৃতিক আবহে শুরু জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব রয়েল ওকের কোরওয়েল হাসপাতালে বোমার হুমকি : পুলিশের তদন্তে ভুয়া প্রমাণিত প্রাইড পতাকা নিষেধাজ্ঞা : হ্যামট্রাম্যাকের পক্ষে আদালতের রায় মিশিগানে ছাত্রীর প্রতি ‘রোমান্টিক আগ্রহে’ অধ্যাপক বরখাস্ত মিশিগানে কানাডিয়ান ট্রাক চালক কোকেনসহ গ্রেফতার ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে মিশরীয় পঙ্গপাল জব্দ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ডেট্রয়েটের সৈনিকের দেহাবশেষ শনাক্ত গাজায় প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে ডেট্রয়েটে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ভুয়া সোশ্যাল অফিসারের খপ্পরে শেলবির নারী পাইপ ফেটে বন্যা, সাময়িকভাবে বন্ধ ওকল্যান্ড মল ওয়ারেনে বাড়ির ভেতরে দুই নারীর মরদেহ : পুলিশের তদন্ত শুরু মেট্রো ডেট্রয়েটের দিকে ধেয়ে আসছে বজ্রঝড়
টানা তৃতীয় হার সিলেটের 

ঢাকাকে হারিয়ে রংপুর রাইডার্সের টানা পঞ্চম জয়

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:২৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:২৩:৫৬ অপরাহ্ন
ঢাকাকে হারিয়ে রংপুর রাইডার্সের টানা পঞ্চম জয়
সিলেট,৭ জানুয়ারী : বোলারদের দারুণ নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে টানা পঞ্চম ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স। মঙ্গলবার ৭ জানুয়ারি নিজেদের পঞ্চম ম্যাচে রংপুর ৭ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। ৫ ম্যাচের সবগুলোতেই জিতলো রংপুর। অপরদিকে চার ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি ঢাকা ক্যাপিটালস। 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। ব্যাট হাতে নেমে ঢাকাকে ৩ ওভারে ২৮ রানের শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জেসন রয়। চতুর্থ ওভারের শুরুতে আকিফ জাভেদের বলে আউট হন ৩টি চারে ১৪ রান করা সোহান। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে রয়ের সাথে রানের গতি ধরে রাখেন তিন নম্বরে নামা তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে ১৮ বলে ২৬ রানের জুটি গড়েন তারা। পাওয়ার প্লেতে ঢাকাকে ৫৪ রান এনে দিয়ে ৮ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন রয় ও তানজিদ। ২টি চার ও ১টি ছক্কায় ১২ বলে রয় ১৮ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২০ রান করেন তানজিদ।
প্রথম তিন ম্যাচে ওপেনার হিসেবে ৩৩ রান করা লিটন এবার ব্যাট হাতে চার নম্বরে নামেন। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তিনি। রংপুরের পেসার নাহিদ রানার প্রথম শিকার হয়ে ৯ রানে আউট হন লিটন। 

লিটনের মত মিডল অর্ডারের অন্য ব্যাটাররাও ব্যর্থ হয়েছেন। এবারের আসরে প্রথম খেলতে নেমে সাব্বির রহমান ২ ও মোসাদ্দেক হোসেন ১২ এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক থিসারা পেরেরা খালি হাতে ফিরেন। ফলে ৯৮ রানে ৮ উইকেট হারায় ঢাকা। তবে আলাউদ্দিন বাবুর ১৬ রানের সুবাদে ১’শ রানের গন্ডি পেরোতে পারে ঢাকা। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ১১১ রানে অলআউট হয় ঢাকা। 
বল হাতে রংপুরের রানা ২১ রানে ৩টি, আকিফ ও খুশদিল শাহ ২টি করে উইকেট নেন। স্পিনার মাহেদি হাসানের ঝুলিতে ছিলো ১ উইকেট। এই শিকারে রংপুরের জার্সিতে সর্বোচ্চ ৩৮ উইকেটের মালিক এখন মাহেদি। ৩৭ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন দলটি শিরোপা জয়ী সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 
১১২ রানের জবাবে চতুর্থ ওভারেই উইকেট হারায় রংপুর। ৫ রানে থামেন ওপেনার আজিজুল হাকিম। দ্বিতীয় উইকেটে ৩০ বলে ৪৪ রানের ঝড়ো জুটি গড়েন আরেক ওপেনার অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। বড় ইনিংসের আভাস দিয়ে ১১ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন তারা। 
৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৪৪ রানে আউট হন গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সেঞ্চুরি হেলস। সাইফ থামেন ১৩ রানে। সিলেটের বিপক্ষে ১০১ বলে ১৮৬ রানের জুটি গড়েছিলেন হেলস ও সাইফ।
দলীয় ৭২ রানের মধ্যে হেলস ও সাইফ ফেরার পর চতুর্থ উইকেটে ২১ বলে অবিচ্ছিন্ন ৪১ রান করে রংপুরের জয় নিশ্চিত করেন পাকিস্তানের দুই ব্যাটার ইফতিখার ও খুশদিল। 
৪টি চার ও ১টি ছক্কায় খুশদিল ১৩ বলে অপরাজিত ২৭ এবং ইফতিখার ৯ রানে অপরাজিত থাকেন। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রংপুরের রানা। 
দিনের অপর খেলায় বরিশালের কাছে স্বাগতিকদের হার। নিজেদের মাটিতে প্রথম থেকে সুবিধা করতে পারছেননা সিলেট স্ট্রাইকার্স। নিজেদের মাঠে আজ পর্যন্ত তিনটি খেলাতেই হেরেছেন স্বাগতিকরা। সিলেট আসরে স্বাগতিকদের আর তিনটি খেলা বাকি আছে। স্বাগতিক সমর্থনরা জানান বাকি তিনটি খেলায় সিলেট অবশ্যই ভাল খেলা উপহার দিবে আমাদের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রেট লেকসের ঢেউয়ের মাঝে অনিশ্চয়তা : জাহাজ শিল্পে কাটছাঁটের শঙ্কা

গ্রেট লেকসের ঢেউয়ের মাঝে অনিশ্চয়তা : জাহাজ শিল্পে কাটছাঁটের শঙ্কা