হবিগঞ্জ, ৭ জানুয়ারী : শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষ। পাহাড়ি অঞ্চল, চা বাগান, নদীপাড় ও গ্রামাঞ্চলে শীতের প্রকোপ বেশি হয়। সাম্প্রতিক বছরগুলোতে শীতের সময় ঘন ঘন শৈত্যপ্রবাহ হয়। ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন এই সময়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষজন। বিশেষ করে পাহাড়ি অঞ্চল, চা বাগানের বয়স্ক নারী-পুরুষ, শিশু ও ভাসমান মানুষ শীতে বেশি কষ্ট পায়। এইসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন 'প্রাকৃতজন'।
০৭ জানুয়ারি (মঙ্গলবার) হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে বয়স্ক নারী - পুরুষ ও শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে বিভিন্ন চা বাগানের শ্রমিক, সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন গ্রাম, ভাসমান বেদে সম্প্রদায়ের বয়স্ক নারী- পুরুষ ও শিশুদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। 'প্রাকৃতজন' এর পক্ষ থেকে সভাপতি তাহমিনা বেগম গিনি ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এই শীতবস্ত্র বিতরণ করেন। উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, চিত্তরঞ্জন দেববর্মা প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan