ছবি সৌজন্যে- ফেসবুক
অটোয়া, ৭ জানুয়ারী : কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। কানাডার লিবারেল এমপি জর্জ চাহালের নাম কানাডার প্রধানমন্ত্রী পদের দৌড়ে দ্বিতীয় ভারতীয় হিসাবে রয়েছে। গতকাল, সোমবার কানাডার প্রধানমন্ত্রী পদ এবং শাসকদল লিবারেল পার্টির প্রধানের পদ থেকে ইস্তফা দেন জাস্টিন ট্রুডো। তাই তাঁর উত্তরসূরী কে হবেন সেই নিয়ে চলছে জোর জল্পনা। তালিকায় একাধিক নাম উঠে এসেছে। যার মধ্যে দুইজন ভারতীয় বংশোদ্ভূত।
ট্রুডোর পদত্যাগের ঘোষণার পরই উত্তরসূরি নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে দলে। গতকালই ট্রুডো জানিয়েছিলেন, শীঘ্রই লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হবে। সেজন্য আগামী ২৪ মার্চ পর্যন্ত কানাডার সংসদের অধিবেশন স্থগিত থাকবে। চলতি বছরেই কানাডায় প্রধানমন্ত্রী নির্বাচন রয়েছে। তাতে দলের নতুন নেতাকেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে দৌড়ে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। যদিও বেশ কিছু সমীক্ষায় ইঙ্গিত, এবারের নির্বাচনে ক্ষমতা হাতছাড়া হতে পারে ট্রুডোর দলের। ট্রুডোর উত্তরসূরি বেছে নেওয়ার জন্য দলের কাছে দু’মাস সময় রয়েছে। ইতিমধ্যেই ট্রুডোর অপরিবর্তে কে লিবারল পার্টির প্রধান হবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে খোঁজ শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী পদের জন্যে।
বর্তমানে কানাডার পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা। এছাড়াও বিগত পাঁচ বছরে জনসেবা, প্রতিরক্ষা মন্ত্রক, কোষাগার বোর্ডের দায়িত্বেও ছিলেন তিনি। অনিতার বাবা তামিল ও মা পঞ্জাবি। ৫৭ বছর বয়সি অনিতা অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। ২০১৯ সালে ওকভিলে সাংসদ নির্বাচিত হতেই ট্রুডোর মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন তিনি। অনিতা ছাড়াও কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন মেলাইন জলি, ক্রিস্টিয়া ফ্রিল্য়ান্ড, মার্ক কার্নি, ফ্রাঙ্কোইস-ফিলিপ শ্যাম্পেন, জর্জ চাহাল সহ আরও অনেকে।
কানাডার প্রধানমন্ত্রী পদের দৌড়ে দ্বিতীয় ভারতীয় হিসাবে রয়েছে কানাডার লিবারেল এমপি জর্জ চাহালের নাম। অনেক সংসদ সদস্য তাঁকে অন্তর্বর্তীকালীন নেতা হিসাবে নিয়োগের সুপারিশ করেছেন। যদি চাহালকে অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচিত করা হয় তবে তিনি প্রধানমন্ত্রীর দৌড় থেকে বাদ পড়বেন। কারণ কানাডার নিয়ম অনুযায়ী অন্তর্বর্তীকালীন নেতারা প্রধানমন্ত্রী পদে নির্বাচনে লড়তে পারেন না। চাহাল, পেশায় একজন আইনজীবী, ক্যালগারি সিটি কাউন্সিলর হিসাবে বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। চাহাল প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং শিখ ককাসের চেয়ারম্যানও।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan