ওয়ারেন, ৮ জানুয়ারী : শিব মন্দির টেম্পল অব জয়ের প্রতিষ্ঠাতা, সুপ্রভাত মিশিগান সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধার স্বর্গীয়া মায়ের আত্মার শান্তি কামনায় আগামী শনিবার (১১ জানুয়ারী) বিকেলে শ্রীমদ্ভাগবদ পাঠ ও নাম সংকীর্তনের অয়োজন করা হয়েছে।
৩১৬৯৬, রায়ান রোডস্থ শিব মন্দিরে ওইদিন বিকেল ৪ টায় বিশেষ পুজা, ৪টা ৩০ মিনিটে শ্রীমদ্ভাগবদ পাঠ ও বিশেষ প্রার্থনা, ৫টা ৩০ মিনিটে নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। পরে প্রসাদ হিসেবে অন্নভোগসহ খাবারের নানা পদ থাকবে আয়োজনে।
স্বর্গীয় শোভা রানী দাসের আত্মার শান্তি কামনায় শ্রীমদ্ভাগবত পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠানে মন্দিরের ভক্তবৃন্দসহ সকল শুভাকাঙ্খিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিনু মৃধা ও তার স্বামী বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা। উল্লেখ্য, সাগিনা সিটির বাসিন্দা চিনু মৃধার মা শোভা রানী দাস গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১টায় ঢাকার বিক্রমপুরের ষোলঘর গ্রামে তাঁর জড়দেহ ত্যাগ করেন। এ সময় তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan