ওয়াশিংটন ডিসি , ১১ জানুয়ারী : প্রেসিডেন্ট নির্বাচনে লড়লে তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারতেন। এমনই দাবি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটাই তাঁর কাছে জীবনের বড় সম্মান বলে মনে করেন বাইডেন। হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতার দাবি, দলকে ঐক্যবদ্ধ রাখতে সরে দাঁড়িয়েছিলেন তিনি। নির্বাচনে সরে দাঁড়ানোর কারণ হিসেবে তাঁর ইঙ্গিত, দলকে এক রাখাটা জরুরি ছিল। তাই তিনি সরে দাঁড়ান। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ১৫ জানুয়ারি বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে শেষবার ওভাল অফিস থেকে ভাষণ দেবেন জো বাইডেন।
৮২ বছরের জো বাইডেন শারীরিকভাবে নির্বাচনী লড়াইয়ের জন্য সুস্থ নয় বলে একাধিকবার জনসমক্ষে জানিয়েছেন তাঁরই ডেমোক্র্যাট পার্টির বহু নেতা। ট্রাম্পের সঙ্গে ডিবেটে তাঁর খারাপ পারফর্ম্যান্স থেকে শুরু করে একাধিকবার অসংলগ্ন কথাবার্তা নজর কেড়েছিল। দলের অন্দরেই তাঁকে নির্বাচনী দৌড়ে অংশ না নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সেই চর্চার মাঝেই জো বাইডেন এই দৌড় থেকে সরে দাঁড়িয়েছিলেন। বদলে ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন কমলা হ্যারিস। হাড্ডাহাড্ডি ফাইট হলেও শেষ হাসি হাসেন ট্রাম্পই।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan