মাধবপুর, (হবিগঞ্জ) ১১ জানুয়ারী : মাধবপুরে গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সাড়ে ৮ টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার বানিয়াচঙ্গ উপজেলার মজলিশ পুর গ্রামের মনসুর মিয়া মেয়ে উর্মী আক্তার (২০), একই জেলার নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহ মেয়ে দিলারা বেগম (৩২) এবং বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।
মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, নিহত তিন নারী সকালে একটি টমটম দিয়ে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিল । ওই সময়একটি গাড়ি টমটমকে ধাক্কা দিলে উল্টে দুমড়ে মুচড়েযায়। দুর্ঘটনায় ওই তিনি নারী শ্রমিক প্রাণ হারান। নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। ঘটনার পর কারখানার শ্রমিক ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan