আমেরিকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০টি অঙ্গরাজ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বেকারত্বের হার মিশিগানে আটলান্টিক সিটিতে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ  উইক্সম কারখানা বন্ধের কারণে ট্রাইবার টেকনোলজিসের ১৮৮ কর্মী ছাঁটাই হবে কওমী শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি মাউন্ট ক্লেমেন্সে বাড়িতে অনুপ্রবেশ ও বিস্ফোরণ ঘটানোর  দায়ে কিশোর অভিযুক্ত  ৮০ ডিগ্রি তাপমাত্রার জন্য প্রস্তুত তো?  বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্টের সমর্থন বান্ধবীকে গুলি করে খুন : সন্দেহভাজন গ্রেফতার আন্তর্জাতিক ছাত্র ভিসা প্রত্যাহারের মামলায় যুক্তিতর্ক শুনেছেন ডেট্রয়েটের বিচারক  মিশিগানে পঞ্চম হাম আক্রান্ত রোগী শনাক্ত ওয়েইন স্টেট পুলিশ আরব ও মুসলিম শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করছে ডেট্রয়েট একাডেমির রোবোটিক্স দল 'বিশ্ব মঞ্চে' পৌঁছেছে মিশিগানে ভুয়া সরকারি ওয়েবসাইট ব্যবহার করে টোল স্ক্যাম  সাউথফিল্ড গ্যাস স্টেশনে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আজ পহেলা বৈশাখ, স্বাগত বাংলা ১৪৩২ চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করলে বাধ্যতামূলক নিবন্ধন, অমান্য করলে শাস্তি ডেট্রয়েট সিটি কাউন্সিল ৩ বিলিয়ন ডলারের বাজেট পাস করেছে পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক
শেষ হল বিপিএলের সিলেট পর্ব

চিটাগং কিংস ও রংপুর রাইডার্সের জয়

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৩:৪১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৩:৪৮:৪৪ অপরাহ্ন
চিটাগং কিংস ও রংপুর রাইডার্সের জয়
সিলেট, ১৩ জানুয়ারী : শুরুতে পারভেজ হোসেন ইমনকে হারিয়েও মনোবল হারায়নি চিটাগাং কিংস। উসমান খান ও গ্রাহাম ক্লার্কের জুটি তাদের গড়ে দেয় ভিত। শেষে হায়দার আলির ঝড়ে চিটাগাং পায় বড় সংগ্রহও। ওই রান তাড়ায় নেমে সিলেট স্ট্রাইকার্সের টপ অর্ডারে ব্যর্থতার পর জর্জ মানজি ও জাকের আলির চেষ্টা ব্যর্থই হয়েছে। বিপিএলের ম্যাচে আজ সিলেটকে ৩০ রানে হারিয়েছে চিটাগাং কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করে চিটাগাং।
ওই রান তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানের বেশি করতে পারেনি সিলেট। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় চিটাগাং কিংস।
১০ বলে স্রেফ ৭ রান করে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসের জায়গায় নেওয়া হয় তাকে। আগের দিন লিটন সেঞ্চুরি করলেও ব্যর্থ হন ইমন।  
তাকে হারালেও চিটাগাংকে পথ হারাতে দেননি উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। তাদের দুজনের জুটিতে ৩৯ বলে আসে ৬৮ রান। আরিফুল হকের বলে ক্যাচ তুলে দিয়ে উসমান আউট হলে এই জুটি ভেঙে যায়। ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি। গ্রাহাম ক্লার্কও সেঞ্চুরি তুলেই ফেরেন। ৩৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি। শেষদিকে ১৯ বলে ২৮ রান করেন মিঠুন। ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করেন হায়দার আলি। রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি সিলেট। পাওয়ার প্লের ভেতরই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ইনিংসের দ্বিতীয় বলেই নাবিল সামাদের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন পল স্টার্লিং। ৯ বলে ৭ রান করে আরেক ওপেনার রনি তালুকদার উইকেটের পেছনে ক্যাচ দেন। ১৯ বলে ২৫ রান করে আউট হয়ে যান জাকির হাসানও। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন জর্জ মানজি।  
অ্যারন জোন্সের সঙ্গে ৩১ বলে ২২ রানের জুটির পর জাকের আলি অনিককে নিয়ে কনের ২৮ বলে ৬২ রান। হাফ সেঞ্চুরির পর অবশ্য ফিরে যান তিনি। ৩৭ বলে ৪ চার ও সমান ছক্কায় ৫২ রান আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে চেষ্টা চালালেও জয় এনে দিতে পারেননি। ২৩ বলে ৪৭ রান করেন তিনি। দিনের অপর ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএল সিলেট শেষ পর্বে রংপুর রাইটার্স ৮ রানে জয়লাভ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সেন্ট ক্লেয়ার কাউন্টিতে আই-৯৪-এ দুর্ঘটনায় ভুল পথের চালক নিহত

সেন্ট ক্লেয়ার কাউন্টিতে আই-৯৪-এ দুর্ঘটনায় ভুল পথের চালক নিহত