ঢাকা, ২৪ জানুয়ারি : সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ছড়াছড়ি যেন নতুন কিছু নয়। নেটিজেনরাও মোটামুটি এটার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একের পর এক গুজবে সয়লাব হচ্ছে ফেসবুক।
তেমনি এক রাত কেটে গেল গতকাল ২৩ জানুয়ারি। যদিও পরদিন সব অপতথ্য পরিষ্কার হয়ে যায়। গতকালের এ গুজবকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সেখানে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তিনি লেখেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan